একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যারা বিক্ষোভ দেখালেন কাকদ্বীপে
রাজ্য বাজেটে মিড ডে মিল নিয়ে কোন বরাদ্দ না থাকায় বিক্ষোভ দেখালেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যারা। রবিবার তারা কাকদ্বীপ স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বাংলার মাঠে গিয়ে এই মিছিল শেষ হয়।
মিছিলের মাঝখানে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে তারা প্রতীকী অবরোধ করেন। প্রায় দশ মিনিট ধরে চৌরাস্তার মোড়ে অবরোধ করা হয়। এরপরই "রাজ্য বাজেট ২০২৫" লেখা একটি পোস্টার আগুনে পড়ানো হয়। কর্মী ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, ১২ দফা দাবিতে তাঁদের এই বিক্ষোভ মিছিল ছিল।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours