আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "চা বাগানের জমি নিয়ে গুজব ছড়াচ্ছে কিছু ভূতুড়ে রাজনৈতিক দল। ছটি ধুঁকতে থাকা চা বাগানকে তিন বছরের জন্য লিজে নেওয়া হচ্ছে। লিজ দিলে চা বাগানের কর্মীরা উপকৃত হবেন।"
'৩০ এপ্রিল উদ্বোধন হবে জগন্নাথ ধামের', ঘোষণা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সাংবাদিক বৈঠক করলেন তিনি। এ দিনও ডিভিসির উপর তোপ দাগেন তিনি। বলেন, “জল ছাড়তে বারণের পরও জল ছেড়েছে।” এছাড়াও আলু চাষের ব্যাপক ক্ষতি নিয়ে মুখ খোলেন মমতা।
মুখ্যমন্ত্রীর বক্তব্য এক নজরে
মমতা বন্দ্যোপাধ্যায়: দুর্ঘটনা যখন-তখন হতে পারে। তবে তারপর প্ল্যানিং করতে হয়। যোগী স্যর আমাকে যত গালিগালাজ করুন, আমার গায়ে ফোস্কা পড়বে না। তবে আমি বলব যাদের মৃত্যুর শংসাপত্র দেননি, ময়নাতদন্তের সার্টিফিকেট দেননি তাঁদের দেওয়া উচিত।
মমতা বন্দ্যোপাধ্যায়: আমি যদি বিয়েবাড়ির আয়োজন করি আমায় খাবার অতিরিক্ত রাখতে হয়। ৪০০ লোককে নিমন্ত্রণ করলে ৫০০ লোকের আয়োজন করতে হয়। আর ধর্মের ক্ষেত্রেও তেমনটাই। এটাও উৎসব। কতটা ক্যাপাসিটি আছে, কত মানুষ যেতে পারে সবটা ভাবনা-চিন্তার প্ল্যানিংয়ের ব্যাপারে বলেছি। অনেকে এই নিয়ে অসত্য কথা বলছেন। আমি কোনও ধর্মকে জীবনে অসম্মান করিনি করব না। গঙ্গাসাগর মেলা হলে আমাদের পাঁচ-ছ’দিন ঘুম হয় না। তাই গঙ্গাসাগর সেতু তৈরি করছি। রাশের সময় কত লোক হয় আপনারা জানেন। পুজো কার্নিভাল যখন না পর্যন্ত শেষ হয় ততক্ষণ আমাদের নজর থাকে।
মমতা বন্দ্যোপাধ্যায়: গঙ্গাসাগর প্রতিবার হয়। তবে মহাকুম্ভ বারো বছর পরপর হয়। আবার পুরীর মন্দিরে যে নিমকাঠের ঠাকুর হয় অনেক নিয়ম আছে। সম্ভবত বারো বছর পরপর এই ঠাকুর পরিবর্তিত হয়। ১৪৪ বছর পর কুম্ভ হচ্ছে এটা ঠিক নয়। অনেক মানুষ মারা গিয়েছেন। আমি কুম্ভস্নান নিয়ে কিছু বলিনি। তবে আমরা জানি, পুণ্যস্নান যেটা হয় সংক্রান্তিতে হয়। এবং নিয়ম মেনে হয়। তাই ১৪৪ বছর পরে কুম্ভ হবে…. আমি একটু অজ্ঞ হবে এই ব্যাপারে। বিশিষ্ট মানুষ জানাবেন সঠিক সত্য কী। অনেক পরিবার দুর্ঘটনায় মারা গেছেন। ট্রেনে চড়তে গিয়ে মারা গেছেন অনেকে। তাঁরাও যেন ক্ষতিপূরণের আওতায় আসে।
মমতা বন্দ্যোপাধ্যায়: জগন্নাথ ধাম ট্রাস্ট ক্যাবিনেটে পাশ হল। সিএস-এর নেতৃত্বে ২৭ জন থাকবেন। পরশু ট্রাস্টের মিটিং আছে। সেখানে অন্যান্য বিষয় গুলো আলোচনা হবে। ৩০ এপ্রিল উদ্ধোধন হবে। তবে আমি হাইপ তুলতে চাই না।
মমতা বন্দ্যোপাধ্যায়: চা বাগানের জমি নিয়ে গুজব ছড়াচ্ছে কিছু ভূতুড়ে রাজনৈতিক দল। ছটি ধুঁকতে থাকা চা বাগানকে তিন বছরের জন্য লিজে নেওয়া হচ্ছে। লিজ দিলে চা বাগানের কর্মীরা উপকৃত হবেন। ভাল ভাবে চালাতে পারলে ৩০ বছরের জন্য দেওয়া হবে। অনেক চা বাগান আছে, যেখানে না হয় চা, না অন্য কিছু সেগুলো পাট্টা হিসাবে দেওয়া হবে।
Post A Comment:
0 comments so far,add yours