আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
শিবরাত্রিতে শিবকে তুষ্ট করতে হলে, তুষ্ট করতে হবে পাবর্তীকেও। তাই এই শুভদিনে অবশ্যই স্ত্রী বা প্রেমিকাকে এক বিশেষ উপহার দিন।
শিবরাত্রিতে স্ত্রীয়ের পায়ে পরান এটি, এক উপহারেই ঘুরবে ভাগ্যের চাকা!
শিবের মতো স্বামী চাই! হ্য়াঁ, প্রাচীনকাল থেকে এই ধারনাকে সঙ্গে নিয়েই বহু অবিবাহিত মেয়েরা উপোস করে শিবলিঙ্গে জল ঢালছেন। কথিত রয়েছে, শিব যতই রাগী হন না কেন, শিবের মতো স্বামী খুঁজে পাওয়া মুশকিল। কেননা, শিব পার্বতীর ভক্ত। পার্বতী ছাড়া তিনি আর কিছু বোঝেন না। তাই স্বামী তো সবাই চায়! কিন্তু জানেন কি? শাস্ত্রে রয়েছে, শিবরাত্রিতে শিবকে তুষ্ট করতে হলে, তুষ্ট করতে হবে পাবর্তীকেও। তাই এই শুভদিনে অবশ্যই স্ত্রী বা প্রেমিকাকে এক বিশেষ উপহার দিন। যা কিনা সংসারে সুখ, সমৃদ্ধি এনে দেবে।
কী এই বিশেষ উপহার?
জ্যোতিষশাস্ত্র বলছে, এই শিবরাত্রিতে স্ত্রী বা প্রেমিকাকে রুপোর নুপূর উপহার দিন। আর ঠিক সন্ধ্যাবেলায় স্ত্রী বা প্রেমিকাকে নিজে হাতে পায়ে পরিয়ে দিন। মনে রাখবেন, স্ত্রী বা প্রেমিকাকে নুপূর পরানোর আগে, আপনাকে নতুন পোশাক পরতে হবে। আর অবশ্য়ই স্ত্রী নুপূর পরার পর যেন ঠাকুর ঘরে শিবের মাথায় জল দেন। আর প্রেমিকাকে নিয়েই অবশ্যই দর্শন করুন শিব মন্দির।
তবে শুধুই স্ত্রী বা প্রেমিকা নয়, এই শুভ দিনে বাড়ির যে কোনও মহিলাকেই উপহার দেওয়ার কথা বলছেন জ্যোতিষীরা। রুপোর কানের দুল, রুপোর গলার চেন, রুপোর মুদ্রাও দিতে পারেন। রুপোই আপনার চন্দ্রর ক্ষেত্রকে প্রাভাবিত করে উন্নতি এনে দেবে।
Post A Comment:
0 comments so far,add yours