আজ, ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামিকাল, ২০ ফেব্রুয়ারি মিনি বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হবে। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার পা ভাঙার জোগাড় হয়েছিল।


রোহিতের পা ভাঙার চেষ্টা পাক বোলারের! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজে মুখেই জানালেন হিটম্যান
রোহিতের পা ভাঙার চেষ্টা পাক বোলারের! নিজে মুখেই আশঙ্কার কথা জানালেন হিটম্যান


 অপেক্ষার পালা এ বার শেষ। আজ, বুধে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) বোধন। আর একটা দিন পরই মিনি বিশ্বকাপে অ্যাকশনে দেখা যাবে মেন ইন ব্লুকে। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য পরিশ্রমে কোনও খামতি রাখতে চাইছেন না ভারত অধিনায়ক। নেটে প্রচুর সময় কাটাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আর সেখানেই তাঁর পা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। সে কথা নিজে মুখে রোহিতই জানিয়েছেন। ঠিক কী ঘটেছিল রোহিতের সঙ্গে?


দুবাইতে আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে খেলার আগে নেটে মনোযোগী দেখিয়েছে বিরাট-রোহিতদের। নেট সেশনেই রোহিতের পা ভাঙার জোগাড় হয়েছিল। পাকিস্তানের এক বোলার নেটে বিরাট ও রোহিতকে বল করেছেন। সেই তিনিই রোহিতকে বেশ কয়েকটি ডেলিভারিতে চাপে ফেলার চেষ্টা করেছিলেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours