বিদেশ থেকে উড়ে এসেছিলেন বলিউডে সিনেমা করার জন্য। দুএকটা সিনেমাও করলেন। তবে সিনেমা হিট না হলেও, বলিউডি প্রেমের গুঞ্জনে ঝটপট নাম লিখিয়ে ফেললেন সুন্দরী নার্গিস ফকরি। প্রথমে কয়েক বছর রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করলেন নার্গিস।
নার্গিসের মন নিয়ে খেলেছিলেন রণবীর, উদয়! বহুদিন চুপ থেকে এবার বড় সিদ্ধান্ত 'রকস্টার' নায়িকার


বিদেশ থেকে উড়ে এসেছিলেন বলিউডে সিনেমা করার জন্য। দুএকটা সিনেমাও করলেন। তবে সিনেমা হিট না হলেও, বলিউডি প্রেমের গুঞ্জনে ঝটপট নাম লিখিয়ে ফেললেন সুন্দরী নার্গিস ফকরি। প্রথমে কয়েক বছর রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করলেন নার্গিস। তারপর রণবীর দিলেন ধোকা। মন ভাঙল বিদেশি পরীর। এরপর নার্গিসের জীবনে এলেন যশ চোপড়ার ছোট ছেলে উদয় চোপড়া। উদয়ের সঙ্গে প্রায় বিয়ে হবে হবে আর কি! কিন্তু হঠাৎই গোল বাঁধালেন উদয়। কথা নেই, বার্তা নেই হঠাৎ করেই ব্রেকআপ। রণবীরের ক্ষত শুকোতে না শুকোতে, ফের মন ভাঙল নার্গিসের।

এরপর বলিউড ছেড়ে উড়েও গেলেন বিদেশে। তবে আবার ফিরলেন। টুকটাক কিছু কাজও করলেন। তবে এবার খবর সেই নার্গিসই নাকি চুপচাপ বিয়ে সেরে ফেলেছেন কাশ্মীরের এক ব্যবসায়ীর সঙ্গে! হ্যাঁ, গোপনেই নাকি ছাদনাতলায় পৌঁছেছেন রকস্টার নায়িকা।

তা নার্গিসের পাত্র কে?

সূত্রের খবর, কাশ্মীরের ব্যবসায়ী টনি বেগের সঙ্গেই বিয়ে সেরেছেন নার্গিস। তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের কয়েকজন। শোনা গিয়েছে,লস অ্য়াঞ্জেলেসে বিয়ে সেরেই সুইজারল্যান্ডে হানিমুনে উড়ে গিয়েছেন দম্পতি। তবে এ ব্যাপারে এখনও মুখ খোলেননি অভিনেত্রী নিজে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours