আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
রবিবার রয়েছে মিনি বিশ্বকাপে ভারত-পাক মহারণ। সেদিন আসার আগে থেকেই দুই দেশের ক্রিকেট প্রেমীরা এবং দুই দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা মাঝে মাঝেই তর্কে জড়িয়ে পড়ছেন।
নাটক, ভারতকে শিক্ষা দিতে হবে! মহারণের আগে হুঙ্কার পাক স্পিনারের
ক্যালেন্ডার বলছে ২৩ ফেব্রুয়ারি আসতে আর কয়েকটা দিন বাকি রয়েছে। কিন্তু ওই দিনটার জন্য অনেকের তর সইছে না। কারণ, রবিবার রয়েছে মিনি বিশ্বকাপে ভারত-পাক মহারণ। সেদিন আসার আগে থেকেই দুই দেশের ক্রিকেট প্রেমীরা এবং দুই দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা মাঝে মাঝেই তর্কে জড়িয়ে পড়ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টিম ইন্ডিয়া যে পাকিস্তানে যাবে না, তা বহুদিন আগে থেকেই পরিষ্কার করে দিয়েছিল বিসিসিআই (BCCI)। পরবর্তীতে পাকিস্তান বারবার চেয়েছে ভারত সেদেশে গিয়ে খেলুক। কিন্তু শেষ অবধি হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সব ম্যাচ দুবাইতে খেলবে। টুর্নামেন্টে ভারতের সফর শুরু হওয়ার আগে হঠাৎ করেই সে দেশের এক প্রাক্তন ক্রিকেটার বিসিসিআইকে একহাত নিলেন।
ভারতকে শিক্ষা দিতে হবে… এমন কথা বলেছেন প্রাক্তন পাক তারকা সাকলিন মুস্তাক। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কিংবদন্তি অফস্পিনার সাকলিন মুস্তাক রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন। এরপর যখন সঞ্চালক তাঁকে ভারতের তৈরি করা বিভিন্ন সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন আর তিনি চুপ থাকতে পারেননি। সাকলিন এই প্রসঙ্গে বলতে থাকেন, “চু-চু চা-চা লাগিয়েই রেখেছে ওরা (ভারত), এদের নখরার তো দেখছি শেষই হয় না। আমরা এখনও ওদের প্রশংসা করছি। এদিকে আমাদের বাচ্চারা চায় আমাদের দেশে বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা আসবে। ওরা ওদের দেখতে চায়। যে কারণে ওরা পাকিস্তানের হয়ে অনুরোধ করছে। এ দেশের বাচ্চারা ওদের দেখতে চায়, কিন্তু ওদের নখরা তো শেষই হচ্ছে না।”
Post A Comment:
0 comments so far,add yours