মিমির লুক সামনে আসা মাত্রই তা নিয়ে শোরগোল নেটপাড়ায়। মিমি চক্রবর্তী বর্তমানে নানা ধারার চরিত্রে অভিনয় করছেন। সিনেমা থেকে শুরু করে ওটিটি, নিত্যনতুন চরিত্র হয়ে উঠছেন, করছেন নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ।
কপাল থেকে ঝরছে রক্ত, হাতে কাটারি, জন্মদিনে
আজ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন বলে কথা। আর বিশেষ এই দিনে অনুরাগীদের চমকে দিলেন তিনি। মিমির আগামী সিরিজ ‘ডাইনি’-এর পোস্টার এদিন সামনে আসতেই চমকে গেলেন সকলে। মুখে-হাতে রক্ত, সঙ্গে কাটারি হাতে ভয়ানক পোজ। প্রযোজক মহেন্দ্র সোনি এই পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “দুষ্টু কোকিল থেকে ডাইনি! মিমি চক্রবর্তীর অসাধারণ পরিবর্তন।”
পোস্টারে মিমিকে দেখা যাচ্ছে এক ভিন্ন লুকে—হাতে কাটারি, রক্তাক্ত মুখ, এলোমেলো চুলে। একেবারে নতুন রূপে মিমি দর্শকদের সামনে হাজির হতে চলেছেন। যা দেখে সবাই চমকে গিয়েছে। সিরিজের পরিচালক নির্ঝর মিত্র। এই সিরিজে মিমি চক্রবর্তীর পাশাপাশি রয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ শ্রুতি দাস। তিনি মিমির বোনের চরিত্রে অভিনয় করবেন। সিরিজের প্লট– দুই বোনের ডাকিনীতন্ত্রের প্যাঁচে জড়িয়ে পড়ার গল্প। তবে তারা কীভাবে মুক্তি পাবে সেই চক্র থেকে, সে উত্তর জানতে হলে সিরিজের অপেক্ষা তো করতেই হবে।
তবে মিমির লুক সামনে আসা মাত্রই তা নিয়ে শোরগোল নেটপাড়ায়। মিমি চক্রবর্তী বর্তমানে নানা ধারার চরিত্রে অভিনয় করছেন। সিনেমা থেকে শুরু করে ওটিটি, নিত্যনতুন চরিত্র হয়ে উঠছেন, করছেন নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ। রাজনীতি থেকে সরে এসে এখন মিমি শুধুই অভিনয়ে ফোকাস করেছেন। হইচই প্ল্যাটফর্মে ‘ডাইনি’ সিরিজ মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১৪ মার্চ।
Post A Comment:
0 comments so far,add yours