একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ডুবে রয়েছে বাংলাদেশী বার্জ, চিন্তায় প্রান্তিক মৎস্যজীবীরা
এক সপ্তাহ বেশি মুড়িগঙ্গা নদীতে ডুবে রয়েছে ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশি বার্জ "সি ওয়ার্ল্ড"। মৎস্যজীবীদের অভিযোগ ক্রমাগত মুড়িগঙ্গা নদীতে মিশছে বিষাক্ত ফ্লাইয়াস। যার ফলে চিন্তায় প্রান্তিক মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের অভিযোগ, ওই পণ্যবাহী জাহাজটিতে ছাই ভর্তি রয়েছে। ছাই গুলি নদীতে মিশে গেলে জল দূষিত হয়ে যাবে। এক্ষেত্রে জলজ প্রাণী গুলি ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে প্রান্তিক মৎস্যজীবীদের জীবন জীবিকার উপরে ব্যাপক প্রভাব পড়বে।
চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি মুড়িগঙ্গা নদীর চড়ায় ধাক্কা লেগে ডুবে গিয়েছিল একটি ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশি জাহাজ। প্রায় এক সপ্তাহের বেশি কেটে গেলেও সেটি এখনও পর্যন্ত একই রকম অবস্থায় পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে জাহাজটিকে নদী থেকে সরিয়ে নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৎস্য দপ্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকে একটি দরখাস্ত করা হয়েছে।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours