আগে সহজেই হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো স্ক্রিনশট নেওয়া যেত। এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়ানোর জন্য তা আর নেওয়া যায় না। ধরুন আপনার অত্যন্ত প্রয়োজন এমন একটি ছবি হোয়াটসঅ্যাপ ডিপি থেকেই নিতে হবে, তা হলে কী করবেন? রইল এই সমস্যা থেকে বেরনোর উপায়।



WhatsApp ডিপির স্ক্রিনশট নিতে পারে না কেউ, কিন্তু আপনি পারবেন এভাবে
WhatsApp Tips: WhatsApp ডিপির স্ক্রিনশট নিতে পারে না কেউ, কিন্তু আপনি পারবেন এভাবে


আজকাল মানুষের এক মুহূর্তও মোবাইল ফোন ছাড়া চলে না। আর সেখানে রয়েছে নানান অ্যাপের ভিড়। হোয়াটসঅ্যাপ তার মধ্যে অন্যতম। এই অ্যাপ্লিকেশন সকলের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপ মাঝে মাঝেই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়। কখনও ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়ানোর দিকে নজর দেওয়া হয়। কখনও আবার ভয়েস কল, ভিডিয়ো কল আরও উন্নত করার চেষ্টা করা হয়। আগে সহজেই হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো স্ক্রিনশট নেওয়া যেত। এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়ানোর জন্য তা আর নেওয়া যায় না। ধরুন আপনার অত্যন্ত প্রয়োজন এমন একটি ছবি হোয়াটসঅ্যাপ ডিপি থেকেই নিতে হবে, তা হলে কী করবেন? রইল এই সমস্যা থেকে বেরনোর উপায়।

গুগল সার্চ টুলবারে গিয়ে যদি টাইপ করেন WhatsApp DP Download, তা হলে একাধিক ওয়েবসাইটের লিঙ্ক নীচে চলে আসবে। সেখান থেকে যদি Toolzin (https://toolzin.com/tools/whatsapp-dp-downloader/ এটি ওই ওয়েবসাইটের লিঙ্ক) এ ক্লিক করেন, তা হলে আপনার সামনে এই পেজটি খুলবে (নিম্নে দেওয়া হল স্ক্রিনশট)। সেখানে একটি মোবাইল নম্বর দেওয়ার জায়গা থাকে। সেই বক্সের সামনে থাকে কোন দেশের নম্বর সেটি সিলেক্ট করার অপশন। যে মোবাইল নম্বরের ডিসপ্লে পিকচার ডাউনলোড করতে চান, সেই নম্বরটি দেওয়ার পর সবুজ রংয়ের ডাউনলোড বলে একটি অপশন আসবে। সেখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন যে ব্যক্তির হোয়াটসঅ্যাপ ডিপি চাইছেন।

wp dp download
Toolzin ওয়েবসাইট খুললে এই জায়গা গুলি দেখতে পাবেন।

Toolzin এই ওয়েবসাইট মারফত কারও হোয়াটসঅ্যাপ ডিসপ্লে পিকচার ডাউনলোড করলে, সেই ছবির কোয়ালিটি ভালো থাকে। সাইজে কোনও গোলমাল হয় না। যদি আপনার প্রয়োজন হয় কোনও ব্যক্তির ডিপির ছবি, তা হলে গ্যাঁটের এক পয়সাও খরচ করতে হবে না। কারণ হোয়াটসঅ্যাপ ডিসপ্লে পিকচার ডাউনলোডের এই ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহার করাও যায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours