সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, অটোর প্যাসেঞ্জার সিটের সামনে ঝোলানো হয়েছে অটোয় চড়ার নিয়ম। সাফ লেখা রয়েছে, অটোয় কোনও রোম্যান্স করা যাবে না। যাত্রীদের সভ্য-ভদ্র ও সংযত আচরণ করতে হবে।
'
এটা OYO নয়', অটোয় ফুটন্ত যৌবনের 'রোম্যান্স' আটকাতে পোস্টার চালকের!
ভাইরাল পোস্ট।
প্রেম করার জায়গা নয় অটো! অটোয় উঠে করা যাবে না রোমান্স। নিজেকে সংযত রাখতে হবে। দূরত্ব বজায় রাখতে হবে সহযাত্রীর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট। অটোয় যাত্রীদের জন্য আচরণবিধি বেঁধে দিয়েছেন চালক।
সম্প্রতিই ভাইরাল হয়েছে একটি পোস্ট। হোটেল বুকিং সংস্থা ওয়ো (OYO)-র তরফে মিরাটে নিয়ম চালু করা হয়েছে, যেখানে সাফ বলা হয়েছে, অবিবাহিতদের হোটেল রুম দেওয়া হবে না। এবার অটোতেও ‘নো রোম্যান্স’ নিয়ম।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, অটোর প্যাসেঞ্জার সিটের সামনে ঝোলানো হয়েছে অটোয় চড়ার নিয়ম। সাফ লেখা রয়েছে, অটোয় কোনও রোম্যান্স করা যাবে না। যাত্রীদের সভ্য-ভদ্র ও সংযত আচরণ করতে হবে।
অটোয় পোস্টারে লেখা “ওয়ার্নিং! নো রোম্যান্স। এটা ক্যাব, ব্যক্তিগত জায়গা বা ওয়ো নয়, তাই দূরত্ব বজায় রাখুন এবং সংযত থাকুন। সম্মান দিন, সম্মান পান। ধন্যবাদ।”
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও অটো ও ক্যাবে যাত্রীদের আচরণ নিয়ে চালকদের এমন বিধি ঝোলাতে দেখা গিয়েছে। গত বছরই এক ক্যাব চালকের পোস্ট ভাইরাল হয়েছিল, যেখানে লেখা ছিল, “অ্যাটিটিউড নিজের পকেটে রাখুন। আমাদের সেই ঔদ্ধত্য দেখাবেন না, কারণ এর জন্য অতিরিক্ত টাকা দেন না। দয়া করে ভাইয়া বলে ডাকবেন না।”
Post A Comment:
0 comments so far,add yours