সাগরের MLA কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল হলো চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ এবং রানার্স আপ দল হলো গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর

দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে,২৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল ১৬ দলীয় নাইন সাইড নকআউড সাগর MLA কাপ ২০২৫,যার প্রথম পুরস্কার ছিল সুদৃশ্য ট্রফি সহ নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল সুদৃশ্য ট্রফি সহ নগদ দুই লক্ষ টাকা, সাগরের MLA কাপের ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছিল একটি দল হলো চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ,এবং অপর আর একটি দল হলো গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগর


ফাইনাল খেলাতে দুটি দল একটি করে গোল করে এরপর ট্রাইবেকারের মাধ্যমে সাগরের MLA কাপ ২০২৫ এর সমাপ্তি ঘটে,২৫ শে জানুয়ারি রবিবার সাগরের MLA কাপের ফাইনাল খেলায় চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ ট্রাইবেকারের মাধ্যমে গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগরকে হারিয়ে সাগর MLA কাপ ২০২৫ শে চ্যাম্পিয়ন হয়,ফাইনাল খেলার দিন রাতে সাগর MLA কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দল গণপতি সংঘ মৃত্যুঞ্জয়নগরের হাতে রানার্স আপ ট্রফি সহ নগদ দুই লক্ষ টাকা তুলে দেওয়া হয়,
এদিন ওই পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা,সাগরের বিডিও কানাইয়া কুমার রায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তথা GBDA-এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র


 সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ অন্যান্যরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে 

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours