অভিযোগ, রোহিঙ্গারা ভারতে ঢোকার চেষ্টা করছে। রোহিঙ্গাদের দিয়ে গ্রামবাসীদের উত্ত্যক্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ। ভারত নিজের সীমান্তে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু তাতেও বাধা দিচ্ছে BGB।


সীমান্তে BSF-কে ক্রমাগত উস্কানি ! এবার বাংলাদেশকে চাপে ফেলতে বাংলার সীমান্তপাড়ের বাসিন্দাদের দিয়েই নয়া স্ট্র্যাটেজি
বিএসএফের ওপর উস্কানি


মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে ফের বিজেবি-র উস্কানি। বৈষ্ণবনগরে কাঁটাতার দেওয়ার কাজে বাধা দেওয়ার অভিযোগ। সীমান্তে ধারাবাহিকভাবে উস্কানি দিচ্ছে BGB, বাংলাদেশ বর্ডার গার্ড।

অভিযোগ, রোহিঙ্গারা ভারতে ঢোকার চেষ্টা করছে। রোহিঙ্গাদের দিয়ে গ্রামবাসীদের উত্ত্যক্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ। ভারত নিজের সীমান্তে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু তাতেও বাধা দিচ্ছে BGB। গ্রামবাসীদের বিস্ফোরক অভিযোগ, BGB রোহিঙ্গাদের জড়ো করেছে। ওপার থেকে ঢিল ছোড়া হচ্ছে। বিএসএফ কাঁটাতার় দিতে গেলেই তাঁদের লক্ষ্য করে ঢিল-ইট-পাটকেল ছোড়া হচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীরাই বলছেন, বিএসএফের ওপর ক্রমাগত চাপ বাড়ছে। আর তাই সীমান্তে বিএসএফের পাশে দাঁড়ালেন সাধারণ গ্রামবাসীরাই।

গ্রামবাসীরাই বলছেন, লাগাতর প্ররোচনা দেওয়া হচ্ছে। কিন্তু বিএসএফ এখনও পর্যন্ত কোনও ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ করেনি। বিএসএফের পাশে দাঁড়িয়েছেন খোদ গ্রামবাসীরাই। তাঁরাও সমান তালে সীমান্তে পাহারা দিচ্ছেন।

এক গ্রামবাসী বলেন, “ওই জায়গা দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে। বিজেবি সন্ধ্যার পর আসে, আর উত্ত্যক্ত করছে। আমি আমাদের জন্মে এসব শুনিনি। সকাল ১১টা থেকে বিএসএফের কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের জায়গায় আমরা তার দেব, ওরা বাধা দেওয়ার কে?”

আরেক গ্রামবাসী বলেন, “আমরা তো দেখতে পারছি সবটাই। কে কী করছে। আজকেও আমরা বিএসএফের সঙ্গে রয়েছি। চোরা কারবার হয়। তার জন্যই তো তার কাঁটা দেওয়ার প্রয়োজন।”

কেবল মালদহই নয়, নদিয়া, মুর্শিদাবাদ সীমান্তেও একইভাবে উস্কানি দেওয়ার অভিযোগ উঠছে বিজেবি-র বিরুদ্ধে। এই পরিস্থিতিতে পেট্রাপোল সীমান্তে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় বিজেবি-বিএসএফের মধ্যে। কেন বিজেপি-র এই ধরনের উস্কানি, কী চায় তারা, সেটাই বিএসএফ স্পষ্টভাবে জানতে চায়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours