বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের দিকে অর্থাৎ বর্ডার আউটপোস্ট পেট্রাপোলের দিকে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজির সঙ্গে যশোর ডিভিশনের আঞ্চলিক নয়া কমান্ডারের বৈঠক হতে চলেছে। এ দিন বেলা এগারোটায় এই বৈঠক শুরুর কথা।
বাংলাদেশি কমান্ডারের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে BSF-এর IG, হঠাৎ কী হল?
বিজিবির সঙ্গে বৈঠকে বিএসএফ
মুর্শিদাবাদ, মালদহ, নদিয়ার সীমান্তগুলিতে লাগাতার উস্কানি দেওয়ার অভিযোগ উঠছে বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) বিরুদ্ধে। এই আবহের মধ্যেই পেট্রাপোল সীমান্তে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক। বিজিবি কমান্ডারের সঙ্গে এই বৈঠক হবে বিএসএফ-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনীন্দ্র সিং পাওয়ারের। কেন বারবার এ ধরনের উস্কানি? জানতে চাওয়া হবে BGB-র কাছে সূত্রের খবর।
এ দিন বেলা এগারোটায় এই বৈঠক শুরুর কথা। সূত্রের খবর, এই বৈঠক থেকে বিএসএফ-এর আইজি যশোর ডিভিশনের আঞ্চলিক নয়া কমান্ডারের কাছে জানতে চাইবেন, বর্ডার গার্ড বাংলাদেশের যে ধরনের আচরণ করা উচিত, তা কেন পাওয়া যাচ্ছে না? কেন বাংলাদেশের কমান্ডার ছুটে এসে ভারতীয় ভূখন্ডকে নিজেদের বলে দাবি করছেন? এই ধরনের একাধিক বিষয় উঠে আসতে পারে বলে খবর বিএসএফ সূত্রে।
তবে শুধু এটিই নয়। অনুপ্রবেশ ইস্যুতেও এদিন বৈঠকের সম্ভাবনা রয়েছে। যশোর ডিভিশনে সাতক্ষীরা ঝিনাইদহ কুষ্টিয়া,মেহেরপুর, চুয়াডাঙ্গার মতো একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পড়ে। এই জায়গাগুলি অনুপ্রবেশকারীদের উন্যতম আঁতুড়ঘর হিসাবে পরিচিত। সেক্ষেত্রে অনুপ্রবেশ রুখতে বিজিবি-র আর কী করা উচিত তা নিয়েও আলোচনা হবে। প্রসঙ্গত, ৭ জানুয়ারি বাংলাদেশের একটি সংবাদমাধ্যম দাবি করে বিজিবি বলছে, ঝিনাইদহে বিতর্কিত ৫ কিলোমিটার ভূখণ্ডকে ‘ভারতের দখলমুক্ত’ করা হয়েছে। বিষয়টি নিয়ে চর্চা শুরু হতেই নজরে আসে বিএসএফেরও। তারা সাফ জানিয়ে দেন, বাংলাদেশি সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এরপর মালদহের বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুকদেবপুর গ্রাম সংলগ্ন আন্তর্জাতিক বর্ডারেও উত্তেজনা ছড়ায়। বিএসএফ-এর ফেন্সিং করা নিয়ে ঝামেলা বাধে বিজিবির জওয়ানদের সঙ্গে।
Post A Comment:
0 comments so far,add yours