আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে নিয়ে অস্বস্তি বাড়ছিল সিপিএমে। গতকাল সম্মেলনের প্রথম দিন এসেছিলেন সুশান্ত ঘোষ। সূত্রের খবর, দলের নেতাদের নানা প্রশ্নে জর্জরিত হতে হয় তাঁকে। এমনকি, সম্মেলনে মাঝপথেই বেরিয়ে যান তিনি। এদিন আর তাঁকে সম্মেলনে দেখা যায়নি।
গতকাল ও এদিন খড়্গপুরে সিপিআইএমের ২৫তম জেলা সম্মেলন হয়। ২ দিনের সম্মেলন শেষে বিজয় পালকে সর্বসম্মতিক্রমে জেলা সম্পাদক রূপে নির্বাচিত করলেন জেলা কমিটির সদস্যরা। প্রাক্তন জেলা সম্পাদক সুশান্ত ঘোষকে অব্যাহতি দেওয়ার পর থেকে তিনিই অস্থায়ী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিন স্থায়ীভাবে জেলা সম্পাদক নির্বাচিত হলেন। সূত্রের খবর, জেলা সম্পাদক হিসেবে তিনজনের নাম সামনে এসেছিল। ভোটাভুটি ঠেকাতে হস্তক্ষেপ করতে হয় সিপিএমের রাজ্য সম্পাদককে।
পশ্চিম মেদিনীপুরে সিপিএমের জেলা সম্পাদক হলেন বিজয় পাল
সূত্রের খবর, একটি ভিডিয়ো সামনে আসার পর প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে নিয়ে অস্বস্তি বাড়ছিল সিপিএমে। গতকাল সম্মেলনের প্রথম দিন এসেছিলেন সুশান্ত ঘোষ। সূত্রের খবর, দলের নেতাদের নানা প্রশ্নে জর্জরিত হতে হয় তাঁকে। এমনকি, সম্মেলনে মাঝপথেই বেরিয়ে যান তিনি। এদিন আর তাঁকে সম্মেলনে দেখা যায়নি। কমিটিতে তাঁকে যে রাখা হবে না, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল বলে রাজনীতির কারবারিরা মনে করছেন।
এদিন ৬৮ জনের জেলা কমিটিও গঠিত হয়েছে। পরে আরও ২ জন এই কমিটিতে অন্তর্ভুক্ত হবেন বলে জেলা সিপিআইএম সূত্রে জানা গিয়েছে। এদিন সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য-সহ অন্যরা।
Post A Comment:
0 comments so far,add yours