শুধু ট্রেন বাতিলই করা হচ্ছে না। একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে। কোনও কোও ট্রেন শিয়ালদহের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়া হবে বলেও জানা গিয়েছে।
শতাধিক লোকাল বাতিল, ১০০ ঘণ্টা চলবে না কোনও ট্রেন, শিয়ালদহ ডিভিশনের বড় আপডেট
বছরের শুরুতেই ফের ট্রেন বাতিলের খবর। একটানা ১০০ ঘণ্টা চলবে না কোনও ট্রেন। শতাধিক লোকাল ট্রেনের পাশাপাশি বাতিল থাকবে একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনও। শিয়ালদহ ডিভিশনের একটি রুটের জন্য এই ঘোষণা করা হয়েছে। একটি পুরনো ব্রিজ মেরামতির কাজ হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। সোমবার সাংবাদিক বৈঠক করে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল।
১০০ ঘণ্টার মেগা ব্লক- কী কী হবে একনজরে:
শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-ডানকুনি সেকশনে বালিঘাট এবং বালিহল্টের মধ্যে রেল ওভারব্রিজের পুরানো স্টিলের গার্ডার প্রতিস্থাপন করা হবে বলে এই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ রেলসেতুটি ১৯৩১ সালে ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়েছিল। ব্রিজ নম্বর ১৫ সিসিআর-এর পুরনো স্টিলের গার্ডারটি দীর্ঘদিনের পুরনো হয়ে যাওয়ায় ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। এটি জরুরি ভিত্তিতে প্রতিস্থাপন করা দরকার বলে জানিয়েছে রেল। রেলের দাবি, এই সেকশনে মেরামতির কাজ করা হলে রেলের গতিও বাড়বে।
এই কাজের জন্য দমদম-ডানকুনি সেকশনে আগামী ২৩ জানুয়ারি রাত ১২ টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত ১০০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে।
লোকাল ট্রেন: শিয়ালদহ এবং ডানকুনির মধ্যে ২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ২০ জোড়া করে ইএমইউ লোকাল ট্রেন। অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহে বৃহস্পতিবার থেকে পরের সোমবার পর্যন্ত ওই লাইনে চলবে না কোনও লোকাল ট্রেন। বাতিল থাকছে শতাধিক লোকাল।
এক্সপ্রেস ট্রেন: এছাড়া ৬ জোড়া মেল/এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। সেই তালিকায় রয়েছে, কলকাতা-পাটনা গরীবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জাঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস।
স্টেশন পরিবর্তন: উত্তরবঙ্গ ও শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে, উল্টোদিক থেকে এলে হাওড়াতেই যাত্রা শেষ করবে।
রুট বদল: ১৬ জোড়া মেল/এক্সপ্রেস ট্রেন দমদম-নৈহাটি হয়ে ঘুরে যাবে। সেই তালিকায় রয়েছে- জম্মু-তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস, শব্দভেদী এক্সপ্রেস, নাঙ্গল ড্যাম এক্সপ্রেস, শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ আজমির এক্সপ্রেস, আনন্দ বিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস, জালিওয়ানবাগ এক্সপ্রেস।
বাতিল হওয়া এক্সপ্রেস ট্রেনের টিকিটের ভাড়া স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। কয়েকটি এক্সপ্রেস ট্রেন কামারকুন্ডু স্টেশনের পরিবর্তে নৈহাটি স্টেশনে থামবে। কয়েকটি ট্রেনের ক্ষেত্রে দক্ষিণেশ্বরের পরিবর্তে বেলঘরিয়ায় স্টপেজ দেওয়া হবে।
Post A Comment:
0 comments so far,add yours