কলকাতা মেডিকেল কলেজে দাঁড়িয়েই ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় এক মহিলাকে। তিনি জানাচ্ছেন, বড় বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিলেন। কিন্তু, রাস্তাতেই যে এই ঘটনা ঘটে যাবে ভাবতে পারেননি।


ফের শহরে বাসের দৌরাত্ম্য, বড়বাজারে বেপরোয়া মিনি বাসের ধাক্কায় মৃত্যু মহিলার, হাসপাতালে আরও ৪
ফের শহরে বাস দুর্ঘটনা


ফের শহরে বাসের দৌরাত্ম্য। বেপরোয়া মিনি বাসের ধাক্কা বড় বাজারে মৃত্যু হল এক মহিলার। গুরুতরভাবে জখম হয়েছেন আরও চার পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সত্যনারায়ন পার্কের কাছে পরপর চার পথচারীকে ধাক্কা মারে বাসটি। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় বড় বাজার থানার পুলিশ। তাঁরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আটক ঘাতক বাসের চালক ও খালাসি। 

ঘটনায় মৃত্যু হয়েছে নাজু বিবি নামে বছর ষাটের এক মহিলার। যদিও ঘটনার পর দেহে প্রাণ থাকলেও হাসপাতালে নিয়ে যেতেই মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর বাড়ি হাওড়ার সাঁকরাইলে। আহত হয়েছেন বছর পঞ্চাশের কমলা দেবী। বাড়ি লেকটাউন। আহতদের তালিকায় রয়েছেন বছর ষাটের রমলা দেবীও। আহত হয়েছেন লিলুয়ার নিশা মেহতা (৬৩), নিকিতা কেজরিওয়াল (৩১)। 

কলকাতা মেডিকেল কলেজে দাঁড়িয়েই ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় এক মহিলাকে। তিনি জানাচ্ছেন, বড় বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিলেন। কিন্তু, রাস্তাতেই যে এই ঘটনা ঘটে যাবে ভাবতে পারেননি। তাঁর নাকে, মুখে ও হাতে গুরুতর চোট লেগেছে। তাঁর কথায়, বাসটা সত্যনারায়ন পার্কের কাছে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা মারতে শুরু করে। এদিকে ঘটনার পর বেশ কিছু সময়ের জন্য ওই এলাকায় ব্যাপক যানজটও দেখতে পাওয়া যায়। যদিও পুলিশ কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours