বেশ মিশুকে ও হাসিখুশি ছেলে রিঙ্কু সিং। অঢেল সাফল্য হোক বা ব্যর্থতা সব সময় মাটিতে পা দিয়েই চলেন। দলের প্রয়োজন যখন হয় এগিয়ে আসেন, অবদান রাখার চেষ্টা করেন। যে কারণে তিনি ভারতের সিনিয়র ক্রিকেটারদেরও প্রিয়।

খুশি খুশি মরতে পারি... এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমে এ কী কাণ্ড রিঙ্কু সিংয়ের!
Rinku Singh: খুশি খুশি মরতে পারি... এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমে এ কী কাণ্ড রিঙ্কু সিংয়ের!


ভারতীয় ক্রিকেট প্রেমীদের অত্যন্ত প্রিয় তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। কেকেআরে তাঁর মাইনে বাড়ল কিনা, তা জানতে তাঁর অনুরাগীরা যেমন আগ্রহী, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের অন্ত নেই। ২০২৪ সালের শেষে সৌদি আরবে হওয়া মেগা নিলামে উঠতে হয়নি রিঙ্কুকে। তাঁকে রিটেন করে রেখেছিল কেকেআর। এরপর থেকেই একাধিক বার ক্রিকেট মহলে আলোচনা হয়েছে যে, কলকাতা নাইট রাইডার্সের আগামী নেতা হয়তো রিঙ্কু সিং। ফের একবার আলোচনায় আলিগড়ের ছেলে। এ বার রিঙ্কুর প্রেমজীবন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাঁর ফ্যানেদের। সম্প্রতি রিঙ্কুর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে যে কেউ ভাবতে পারেন এয়ার হোস্টেসের সঙ্গে প্রেম করছেন রিঙ্কু। সত্যিই কি তাই?

বেশ মিশুকে ও হাসিখুশি ছেলে রিঙ্কু সিং। অঢেল সাফল্য হোক বা ব্যর্থতা সব সময় মাটিতে পা দিয়েই চলেন। দলের প্রয়োজন যখন হয় এগিয়ে আসেন, অবদান রাখার চেষ্টা করেন। যে কারণে তিনি ভারতের সিনিয়র ক্রিকেটারদেরও প্রিয়। ক্রিকেটার হিসেবে রিঙ্কু কতটা উজ্জ্বল তা যাঁরা ক্রিকেটের খোঁজ রাখেন, তাঁরা জানেন। প্রেমিক রিঙ্কু কতটা রোমান্টিক? তা কি জানেন?


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours