আসন্ন দিল্লি নির্বাচনেও মধ্যপ্রদেশের লাডলি বহেনা যোজনাকেই হাতিয়ার করতে চায় বিজেপি।


ভোটে চাই 'লক্ষ্মী'ই! 'মমতার মডেলে' ভর করে মহারাষ্ট্রের কায়দায় দিল্লি দখল করতে চায় বিজেপি



 মহারাষ্ট্রের পর দিল্লি। নতুন বছরে নতুন রণক্ষেত্র। আসরে নেমেছে শাসক-বিরোধী। জনদরদী প্রকল্পে ভরা আপকে হারিয়ে রাজধানীর ভোটে নিজেদের তরী পার করতে মরিয়া বিজেপি। আর সে জন্য মহারাষ্ট্রের কায়দায় মহিলা ভোটের ভরে জয় ছিনিয়ে নিতে চায় পদ্ম শিবির।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আসন্ন দিল্লি নির্বাচনেও মধ্যপ্রদেশের লাডলি বহেনা যোজনাকেই হাতিয়ার করতে চায় বিজেপি। শুধু তা-ই নয়, আপকে টেক্কা দিতে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্য বাড়ি বাড়ি জলের মতো একাধিক প্রকল্পকে ময়দানে নামাতে চায় পদ্ম শিবির।

নাম আলাদা। প্রভাব কিন্তু একই। বাংলার মহিলা ভোটের কারিগর লক্ষ্মীর ভাণ্ডার, দিল্লির নির্বাচনে বিজেপির হাতিয়ার হয়ে আসতে পারে লাডকি বহেনা যোজনা নামে। এর আগে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মহিলা ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে টানতে এই এক কৌশল এঁটেছিল পদ্ম শিবির। বছর ঘুরতেই দিল্লি ভোটেও হয়তো একই পথে চলতে পারে বিজেপি, এমনটাই দাবি দলের অন্দরের নেতা-নেত্রীদের।

অন্য দিকে প্রতিশ্রুতির ফোয়ারা তুলতে পিছপা হয়নি আপও। মহিলা সম্মান যোজনার ভাতা বৃদ্ধি-সহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে বসে রয়েছে তারা। তাদের দাবি, পুনরায় নির্বাচিত হলে রাজধানীর মহিলাদের জন্য ভাতা বৃদ্ধি করবে তারা। এক হাজার টাকা থেকে ভাতার পরিমাণ করে দেওয়া হবে ২ হাজর ১০০ টাকা। এছাড়াও, ৬০ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে দিল্লির নাগরিকরা।

এছাড়াও, তাদের অন্যতম ভোটব্যাঙ্ক, অটোচালকদের জন্য় বড় অঙ্কের বীমার প্রতিশ্রুতি দিয়েছে আপ প্রধান অরবিন্দ কেজরীবাল। তিনি জানিয়েছেন, ‘ফের ভোটে জিতে এলে অটোচালকদের ১৫ লক্ষ টাকা জীবন বীমা দেবে আমাদের সরকার। পাশাপাশি, তাদের মেয়েদেরকে বিয়ের জন্য ১ লক্ষ টাকার সাহায্য দেওয়া হবে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours