টলিপাড়ার অন্দরে আবারও ভাঙনের সুর। স্টুডিয়োপাড়ার ইতিউতি কান পাতলেই শোনা যাচ্ছে সিরিয়াল পাড়ার জনপ্রিয় লেখিকার সংসারেই নাকি ভাঙন ধরেছে। এদিকে সেই মানুষটিই প্রতিদিন এমনই ভাঙা গড়ার গল্প বলেন দর্শককে।
ত্রিকোণ প্রেম! ফের ভাঙনের গুঞ্জন, ডিভোর্সের পথে জনপ্রিয় লেখিকার ছেলে?
টলিপাড়ার অন্দরে আবারও ভাঙনের সুর। স্টুডিয়োপাড়ার ইতিউতি কান পাতলেই শোনা যাচ্ছে সিরিয়াল পাড়ার জনপ্রিয় লেখিকার সংসারেই নাকি ভাঙন ধরেছে। এদিকে সেই মানুষটিই প্রতিদিন এমনই ভাঙা গড়ার গল্প বলেন দর্শককে। যার লেখায় প্রতিদিন সুখী সংসার, সম্পর্ক বন্ধনের কাহিনি উঠে আসে।
সেই নেপথ্য নায়িকার সংসারেই নাকি অশান্তি। শোনা যাচ্ছে, লেখিকার পুত্র এবং পুত্রবধূ নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ প্রসঙ্গে কেউ প্রকাশ্য়ে কোনও মন্তব্য করেননি এখনও। কিন্তু অন্দরের খবর টলিপাড়ারই এক নায়িকার সঙ্গে নাকি শহরের বাইরে একত্রবাসে রয়েছেন লেখিকার ছেলে। তিনিও ইন্ডাস্ট্রির অন্দরেরই মানুষ। ছোট পর্দার পরিচালক হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন।
তাঁর তত্কালীন স্ত্রীও অভিনয় করতেন। কিন্তু শোনা যাচ্ছে, অনেক দিন ধরেই নাকি তাঁদের মধ্যে অশান্তি চলছে। ডিভোর্স ফাইলও করে ফেলেছেন তাঁরা। কিন্তু চূড়ান্ত হওয়া নাকি এখনও বাকি। টলিপাড়ার অন্দরে ভাঙা-গড়ার কাহিনি এই নতুন নয়। কখন যে কোথায় কী ঘটে তার হদিশ পাওয়া বেশ কঠিন ব্যাপার। তাই লেখিকার সংসারে ভাঙনের খবর স্টুডিয়ো পাড়ার বাতাসে উড়লেও ‘স্পিকটি নট’ সবাই। যদিও নিন্দকেরা বলছে ভাঙনের আভাস নাকি পাওয়া গিয়েছিল অনেক আগেই। তাই নাকি তড়িঘড়ি দক্ষিণ কলকাতার ফ্ল্যাট স্ত্রীয়ের নামে লিখে দেন ছোট পর্দার পরিচালক তথা প্রযোজক। উল্লেখ্য, হাতে নাকি এখনও ছ’মাস সময় আছে। তার পরেই নাকি চূড়ান্ত হবে সব কিছু।
Post A Comment:
0 comments so far,add yours