২০২৫-এর গঙ্গাসাগর মেলা জন্য সাজো সাজো রব গঙ্গাসাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাট থেকে শুরু করে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সহ গঙ্গাসাগরের সি বিচ পর্যন্ত
কোথায় আছে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার। সে কথা এখন অতীত কারণ এতটাই উন্নত মেলার পরিকাঠামো থেকে শুরু করে পরিষেবা। জানুয়ারি মাসে মকর সংক্রান্তিতে বহু পুরণার্থীরা ভিড় জমান পুণ্য লাভের আশায়, পশ্চিমবঙ্গের এই ছোট্ট দ্বীপ গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে স্নান করে কপিলমুনি বাবার মন্দিরে পুজো দিয়ে পুণ্য লাভের আশায় বহু পুরণার্থীরা আসেন গঙ্গাসাগরের বেলা ভূমিতে। কুম্ভমেলার পরে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা এটি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই মেলায়। আগে অনেক সমস্যার মধ্যে পড়তে হলেও ইদানিং কিছু বছর ধরে সরকারের অন্তিম প্রচেষ্টায় এখন গঙ্গাসাগর মেলা ২০২৫ অনেক সুগম। যাত্রীদের জন্য রয়েছে অনেক সুবিধা। সমস্ত কিছু পরিষেবা উন্নত হওয়ার সাথে সাথে মেলার সাজেও এসেছে অন্য এক অনন্য রূপ। সেই দৃশ্য সরাসরি দেখছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে।
স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Post A Comment:
0 comments so far,add yours