আচমকাই কটাক্ষের মুখে ঐশ্বর্যা রাই বচ্চন। একটি ভিডিয়ো ফাঁস হতেই তীব্র আক্রমণ তাঁকে ঘিরে। ‘টেকো’ বলে তুলোধনা। চলছে আরও কত কী! কিন্তু কেন?
নকল চুল লাগাচ্ছেন ঐশ্বর্য! ভিডিয়ো প্রকাশ্য়ে আসতেই কটাক্ষের বাণ


আচমকাই কটাক্ষের মুখে ঐশ্বর্যা রাই বচ্চন। একটি ভিডিয়ো ফাঁস হতেই তীব্র আক্রমণ তাঁকে ঘিরে। ‘টেকো’ বলে তুলোধনা। চলছে আরও কত কী! কিন্তু কেন? কিছু দিন আগে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন রাইসুন্দরী। সেখানেই মেকআপ রুমের ভিতর এক ভক্ত দেখা করতে আসেন তাঁর সঙ্গে। সে সময় তৈরি হচ্ছিলেন ঐশ্বর্যা। দেখা যায়, তাঁর মেকআপ আর্টিস্ট ‘ফলস হেয়ার’ লাগাচ্ছেন। আর এর পরেই শুরু হাসাহাসি।


তবে থেমে থাকেননি ঐশ্বর্যার ভক্তরা। তাঁরা মনে করিয়ে দিয়েছেন রাইসুন্দরী কিন্তু কোনও পরচুলা লাগাচ্ছেন না। যা তাঁর চুলে লাগানো হচ্ছে তা হল ‘হেয়ার এক্সটেনশন’ অর্থাৎ চুল যাতে আরও ঘন লাগে যে কারণে অতিরিক্ত চুল। তাঁদের কথায়, “ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সবাই এই কাজ করিয়ে থাকেন। এ নিয়ে নির্বোধের মতো হাসাহাসি করার কিছু নেই। আপনি মূর্খ হতে পারেন, কিন্তু সবাইকে মূর্খ ভাবার কোনও কারণ নেই।”


প্যারিস ফ্যাশন উইকে একা যাননি ঐশ্বর্যা। সঙ্গে গিয়েছে তাঁর ছোট্ট মেয়ে আরাধ্যাও। মেয়েকে এক মুহূর্তও কোলছাড়া করতে চান না ঐশ্বর্যা। এ ক্ষেত্রেও সেই ব্যতিক্রম হয়নি। মেয়েকে নিয়েই গিয়েছেন সঙ্গে করে। প্রসঙ্গত, বিগত এক বছর ধরে ঐশ্বর্যার বৈবাহিক জীবন নিয়ে নানা আলোচনা। শোনা গিয়েছিল তাঁর ও অভিষেক বচ্চনের সুখের সংসারে নাকি দেখা গিয়েছে অশান্তির কালো মেঘ। তবে এবার প্যারিস ফ্যাশন উইকে তাঁর হাতে বিয়ের আংটি দেখে খানিক স্বস্তিতে ভক্তরা
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours