পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও নাগরিকের সঙ্গে কথা বলার সময় তুই বা তুমি বলে সম্বোধন করা যাবে না। আপনি বলেই সম্বোধন করতে হবে। ফোনে কথা বলার সময়ও আগে 'নমস্তে' বলতে হবে।
তুই-তোকারি আর করা যাবে না, বলতে হবে শ্রীমান, সহবতের পাঠ পুলিশকে
ফাইল চিত্র।


পুলিশ ধরলে আঠারো ঘা। এই কথাটি বহুল প্রচলিত। পুলিশের আচরণ নিয়েও বিস্তর অভিযোগ থাকে। তবে এবার সেই নিয়ম বদলাতে চলেছে। সাধারণ মানুষকে আর তুই-তোকারি করা যাবে না। সম্মান দিয়ে আপনি বলেই সম্বোধন করতে হবে।


নতুন বছর থেকেই পুলিশদের জন্য নতুন নিয়ম চালু করেছে আগ্রা। পুলিশ কমিশনার রবিন্দর গৌর নিজের বাহিনীর আচরণ শোধরাতে নতুন নীতি চালু করেছেন। এই উদ্যোগে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও নাগরিকের সঙ্গে কথা বলার সময় তুই বা তুমি বলে সম্বোধন করা যাবে না। আপনি বলেই সম্বোধন করতে হবে। ফোনে কথা বলার সময়ও আগে ‘নমস্তে’ বলতে হবে।

আগ্রা পুলিশের সকল কর্মীকেই এই নিয়ম মানতে বলা হয়েছে। থানায় কেউ অভিযোগ জানাতে এলে, তাকে উঠে দাঁড়িয়ে স্বাগত জানানো, চা-স্ন্যাক্স অফার করতে বলা হয়েছে। সমস্ত অভিযোগই গুরুত্ব দিয়ে শুনতে হবে পুলিশ কর্মীদের। কাউকে দুর-ছাই করতে পারবেন না। কথা বলার সময় আপনি, শ্রীমান এই শব্দগুলি ব্যবহার করতে হবে।


পুলিশের আচরণের উপরে নজর রাখতে প্রতিটি থানায় সিসিটিভি বসানো হচ্ছে। দি কোনও পুলিশকর্মী নিয়ম ভাঙেন, তবে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। ইতিমধ্যেই ফার্নিচার বদল থেকে থানার সংস্কারের কাজ শুরু হয়েছে। ২১ পয়েন্টের কার্টসি পলিসি চালু করা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours