সোনমার্গের জেডমোরহ সুড়ঙ্গের কাছে পৌঁছে যান তিনি। রাজনৈতিক বিভেদ ভুলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি কেমন চলছে, সেই বিষয়টিও খতিয়ে দেখেন তিনি।


কাশ্মীরে উন্নয়নযজ্ঞ! সোনমার্গের সুড়ঙ্গের ছবি পোস্ট করে মোদীকে সাধুবাদ ওমর আবদুল্লাহর
বাঁদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডান দিকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ



সোমবার শ্রীনগর-লাদাখ জাতীয় সড়ক প্রকল্পের আওতায় সোনমার্গের জেডমোরহ সুড়ঙ্গের উদ্বোধন করতে কাশ্মীরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তাঁর আগমন ঘিরে তুঙ্গে প্রস্তুতি। চারিদিকে সাজোসাজো রব। এই আবহেই প্রস্তুতি পর্ব সরেজমিনে খতিয়ে দেখতে ময়দানে নামলেন কাশ্মীরের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।


এদিন সোনমার্গের জেডমোরহ সুড়ঙ্গের কাছে পৌঁছে যান তিনি। রাজনৈতিক বিভেদ ভুলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি কেমন চলছে, সেই বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। এমনকি, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে কাশ্মীরে চলা উন্নয়নকেও ইঙ্গিতে সাধুবাদ মুখ্যমন্ত্রী।

এদিন অধুনা টুইটার, বর্তমানে X মাধ্যমে তাঁর সোনমার্গের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে ওমর আবদুল্লাহ লেখেন, ‘প্রধানমন্ত্রী আগমন ঘিরে সোনমার্গ কতটা তৈরি তা খতিয়ে দেখতেই সেখানে গিয়েছিলাম। জেডমোরহ সুড়ঙ্গের উদ্বোধনের মাধ্যমে সোনমার্গে গোটা বছরই এবার ভিড় বাড়বে পর্যটকদের। উন্নয়ন হবে এলাকার। যার জেরে আর স্থানীয় মানুষজনদেরও এলাকা ছেড়ে চলে যেতে হবে না। এছাড়াও, এবার কার্গিল ও লেহ-তে যাওয়ার ঝক্কি অনেকটাই কমবে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours