তিলোত্তমার মা বলেন, "রাজ্য পুলিশ যা করেছিল, পাঁচ মাসে সেটাতেই তকমা লাগিয়েছে সিবিআই। ধৃত সিভিক ভলান্টিয়ার একা দোষী, সেটাই প্রমাণ করেছে। কিন্তু, আমরা মনে করি, ওই সিভিক ভলান্টিয়ার একা কিছুতেই একাজ করতে পারে না। হাসপাতালের কেউ যুক্ত না থাকলে, বাইরে থেকে একজন এসে ধর্ষণ-খুন করে চলে যাবে, এটা কেউ বিশ্বাস করবে না।"
সিবিআই এখন 'প্রতিপক্ষ' তিলোত্তমার বাবা-মার, 'সেটিং' নিয়ে বিস্ফোরক অভিযোগ
কী বলছেন তিলোত্তমার বাবা-মা
ঠিক ৫ মাস কেটেছে। গত বছরের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তাঁদের মেয়ের দেহ উদ্ধার হয়েছিল। আর আগামী ১৮ জানুয়ারি রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। তার আগে সিবিআইকে নিশানা করে সরব হলেন তিলোত্তমার বাবা-মা। সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিশের আঁতাতের অভিযোগও তুললেন তাঁরা।
১৮ জানুয়ারি তিলোত্তমা ধর্ষণকাণ্ডে রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। এদিন এই খবর পাওয়ার পরও খুব একটা খুশি হলেন না তিলোত্তমার বাবা-মা। তিলোত্তমার বাবা বলেন, “বিচারের প্রথম সিঁড়ি পার করতে পারছি। ১৮ তারিখ যে রায় আসুক না কেন, আমরা তো আরও তদন্তের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। এর পিছনে যারা যারা যুক্ত, সবাইকে সামনে এনে শাস্তি চাই। সেটা সিবিআই আনবে, না অন্য কেউ আনবে তা আদালত দেখবে। আমরা আর সিবিআইয়ের কাছে দরবার করব না। যা করার আদালতের কাছে করব।”
তাঁরা সিবিআই তদন্তের দাবি করেননি জানিয়ে তিলোত্তমার বাবা বলেন, “সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন। এরকই পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না। আমরা কখনও সিবিআই চাইনি। আমরা আদালতের কাছে ভাল তদন্তকারী সংস্থা চেয়েছিলাম। আদালতের উপর নির্ভর করেছিলাম। আদালত ভাল মনে করেছে, সিবিআইকে দিয়েছে। আদালতকে জানিয়েছি, সিবিআই ভাল কাজ করছে না।”
Post A Comment:
0 comments so far,add yours