যে আরবুল একসময় ভাঙড় দাপিয়ে বেড়িয়েছে, তাঁর বিরুদ্ধে কেন এভাবে ব্যবস্থা নেওয়া হল! কেনই বা দলের নেতা তাঁর নামে অভিযোগ জানাতে গেলেন, এমনই প্রশ্ন তুলছেন বিরোধীরা।
এবার নতুন বিপদ আরাবুলের, ছাড় পাচ্ছেন না ছেলে হাকিবুলও
আরাবুল ইসলাম
কিছুদিন আগেই জেল থেকে বেরিয়ে নিজের এলাকায় ফিরেছেন আরাবুল ইসলাম। তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া নেতাকে বারবার নানা বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে এলাকায়। আর এবার পরপর ধাক্কা একসময়ের দাপুটে নেচা আরাবুলের। শুক্রবারই তৃণমূল সাসপেন্ড করেছে আরাবুলকে। আর এবার তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের। অভিযোগ জানালেন তৃণমূলেরই এক নেতা।
আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলামের বিরুদ্ধে প্রাণনাশের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা তথা ভাঙড় ১ নম্বরের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহছান মোল্লা। বিজয়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বরের বিডিও অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজে গিয়েছিলেন ওি নেতা। অভিযগকারী আহছানের দাবি, সেখানে গেলে আরাবুল-হাকিমুলের মদতে তাঁর উপর হামলা চালানো হয়েছে। আরাবুল ও হাকিমুল সহ মোট ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours