হুগলি নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়লো প্রায় ৫৫ হাজার টাকার দুটি সংকর মাছ

২৬ শে ডিসেম্বর বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নিশ্চিন্তপুরে বিক্রি হলো দুটি বিশাল আকৃতির শংকর মাছ,ওই দুটি বিশাল আকৃতির শংকর মাছ হুগলি নদীতে মৎস্যজীবীদের জালে ধরা

 পড়েছে,বৃহস্পতিবার ওই দুটি বিশাল আকৃত শংকর মাছ নিশ্চিন্তপুরে মাছ মার্কেটে কেটে পিস পিস করে ডাক করা হলে,ডাকে ২৭০ থেকে ২৮০ টাকা কিলো দরে নদিয়া ও কলকাতা থেকে আসা পাইকারিরা কিনে নেয়,ওই দুটি মাছের ওজন প্রায় দাঁড়ায় দুই কুইন্টালের কাছাকাছি, এদিন নিশ্চিন্তপুরের আরতি ওই দুটি বিশাল আকৃতির শংকর মাছ দেখার জন্য ভিডিও নিয়েছিল প্রচুর মানুষ


এদিন ওই বিষয়ের নদীয়ার চাকদার একজন পাইকারি আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন,


স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours