সোমবার ৯ শ্রমিক ওই কয়লাখনিতে খননের কাজে নেমেছিলেন। আচমকা কয়লাখনিতে জল ঢুকে যায়। আটকে পড়েন ৯ শ্রমিক। বুধবার একজনের দেহ উদ্ধার হয়। এদিন সকালে তিনজনের দেহ উদ্ধার হয়। মৃতদের মধ্যে একজনের নাম লিগেন মাগার। বছর সাতাশের ওই শ্রমিকের বাড়ি দিমা হাসাও-তেই।
ধীরে ধীরে কমছে আশা, ৩১০ ফুট গভীর কয়লাখনি থেকে উদ্ধার আরও ৩ দেহ
আরও পাঁচজন ভিতরে আটকে রয়েছেন
অসমের কয়লাখনিতে আটকে পড়া শ্রমিকদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দিমা হাসাও জেলায় ওই কয়লাখনিতে থেকে তিনজনের দেহ উদ্ধার হয়। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। আরও পাঁচজন কয়লাখনিতে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।
সোমবার ৯ শ্রমিক ওই কয়লাখনিতে খননের কাজে নেমেছিলেন। আচমকা কয়লাখনিতে জল ঢুকে যায়। আটকে পড়েন ৯ শ্রমিক। বুধবার একজনের দেহ উদ্ধার হয়। এদিন সকালে তিনজনের দেহ উদ্ধার হয়। মৃতদের মধ্যে একজনের নাম লিগেন মাগার। বছর সাতাশের ওই শ্রমিকের বাড়ি দিমা হাসাও-তেই। বাকি দুই মৃতের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে।
শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একইসঙ্গে তিনি জানান, বাকি শ্রমিকদের উদ্ধারের আশায় উদ্ধারকাজ চলছে।
Post A Comment:
0 comments so far,add yours