ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারতীয় টিম অবশ্য সে দেশে গিয়ে টুর্নামেন্ট খেলবে না।

ভারতকে মিস করব... চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মন খারাপ পাকিস্তানের তারকা ক্রিকেটারের


যে কোনও দেশের ক্রিকেটারদের কাছে ক্রিকেট সকলের ঊর্ধ্বে। আগামী মাসের ১৯ তারিখ শুরু হবে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি। এ বারের আইসিসির এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। টিম ইন্ডিয়া পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এক চুক্তি হয়েছে যে পরবর্তী আইসিসি টুর্নামেন্ট দুই দল নিরপেক্ষ ভেনুতে খেলবে। এই চুক্তির কারণেই এ বার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির সবকটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এই চুক্তি একইসঙ্গে এও পরিষ্কার করে দিচ্ছে যে এ বার থেকে আর ভারতের মাটিতে এসে খেলা হবে না বাবর আজম-মহম্মজ রিজওয়ানদের এই পরিস্থিতিতে ভারতে আর খেলতে আসতে পারবেন না বলে মন খারাপ এক পাক তারকা ক্রিকেটারের।


Sports Tak-কে পাকিস্তানের তারকা ক্রিকেটার ফকর জমান জানান, তাঁরা আর ভারতের মাটিতে খেলতে আসতে পারবেন না বলে মন খারাপ। এ বিষয়ে ফকর বলেন, ‘ভারতের মাটিতে খেলতে পারব না আর আমরা। সত্যি বলতে গেলে ভীষণ মিস করব বিষয়টা। গত বছর ওডিআই বিশ্বকাপের সময় সেখানে সফর করে দারুণ উপভোগ করেছি। আমরা সেখানে গিয়ে যে আতিথেয়তা পেয়েছি তা অসাধারণ। সমর্থনও পেয়েছি সেখানে। হায়দরাবাদে যখন প্রথম গিয়ে পৌঁছাই সেখানকার স্থানীয় মানুষজন আমাদের সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন। সকলের ভালোবাসা ফুটে উঠেছিল। আমরা সেগুলো মিস করব।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours