সুশীল কুমার পায়ে হেঁটেই আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ করতে। হঠাৎ একটি পুলিশের গাড়ি তাঁকে দাঁড় করায়। এরপরে জোর করে গাড়িতে তোলে তাঁকে এবং অজয়গড় থানায় নিয়ে আসে। সেখানে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়।
হেলমেট পরে হাঁটেননি বলে ৩০০ টাকা ফাইন! পুলিশের যুক্তি শুনে থ সুশীল
প্রতীকী চিত্র।
আজব কাণ্ড। পথচলতি এক ব্যক্তিকে হঠাৎ ধরে জরিমানা পুলিশের। কী অপরাধ তাঁর? তিনি হেলমেট পরেননি। পুলিশের দাবি শুনে স্তম্ভিত ওই ব্যক্তি। তাঁর প্রশ্ন, “হেলমেট পরব কেন? আমি তো বাইক চালাচ্ছি না”। রাস্তায় বিনা হেলমেটে হাঁটার জন্য কড়কড়ে ৩০০ টাকা জরিমানা হাতিয়ে নিল পুলিশ।
তবে ওই ব্যক্তিও ছাড়ার পাত্র নয়। পুলিশের এই আজব যুক্তি দিয়ে জরিমানা আদায় মানতে নারাজ তিনি। সোজা পৌঁছালেন পুলিশ সুপারিন্টেন্ডেন্টের কাছে অভিযোগ জানাতে। অদ্ভুতুড়ে এই ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের পান্না জেলায়। সুশীল কুমার শুক্লা নামক ওই ব্যক্তি অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছেন।
জানা গিয়েছে, সুশীল কুমার পায়ে হেঁটেই আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ করতে। হঠাৎ একটি পুলিশের গাড়ি তাঁকে দাঁড় করায়। এরপরে জোর করে গাড়িতে তোলে তাঁকে এবং অজয়গড় থানায় নিয়ে আসে। সেখানে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। এরপর ওই ব্যক্তি অনুরোধ করেন যে বিকেলে মেয়ের জন্মদিন রয়েছে। যেতে দেরি হয়ে যাচ্ছে।
এই কথা শুনেই এক পুলিশকর্মী থানার বাইরে দাঁড়িয়ে থাকা একটি বাইকের রেজিস্ট্রেশন নম্বর লিখে তাতে বিনা হেলমেটে সফর করার জন্য জরিমানার চালান কাটে। ওই ব্যক্তির থেকে জোর করে ৩০০ টাকা নেয় পুলিশ।
গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েই সুশীল কুমার সোজা পুলিশ সুপারের কাছে গিয়ে অভিযোগ জানান। এসপি গোটা ঘটনার তদন্ত করার আশ্বাস দিয়েছেন।
Post A Comment:
0 comments so far,add yours