সোমবার বিধান সভার বিরোধী দলনেতা বলেন, "রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। আমি আগের কথা বলব না। সম্প্রতির কথা বলব। পার্থ যেদিন চান বেলের মোরব্বা খান। যে দিন চান খাসির মাংস খান।"
জেলে বসেই মমতার সঙ্গে কথা বলেন পার্থ? 'বোমা ফাটালেন' শুভেন্দু
জেলে বসেই মমতার সঙ্গে কথা বলেন পার্থ?
প্রায় আড়াই বছর জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সেখানে থেকেই নাকি তিনি যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? এমনই বিস্ফোরক কথা বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বস্তুত, জেলে বসে মোবাইল ব্যবহার করছে অপরাধীরা। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখছে জঙ্গিরা। নাশকতার ছক পরিকল্পনা হচ্ছে সেখান থেকেই। এই অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে কারা দফতর। আধুনিক প্রযুক্তি বিশিষ্ট জ্যামার লাগানো হচ্ছে রাজ্যের জেলগুলিতে। তার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে এ হেন মন্তব্য করেন শুভেন্দু।
সোমবার বিধান সভার বিরোধী দলনেতা বলেন, “রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। আমি আগের কথা বলব না। সম্প্রতির কথা বলব। পার্থ যেদিন চান বেলের মোরব্বা খান। যে দিন চান খাসির মাংস খান। গত অষ্টমীতে লুচি-ছোলার ডাল খেয়েছেন। আমি বরাবরই দাবি করি পশ্চিমবঙ্গের বাইরে এই মামলাগুলি নিয়ে যাওয়া উচিৎ।” এরপর বিজেপি নেতার দাবি, “রোজভ্যালির মামলা ওড়িশায় ছিল বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানেন জেল কাকে বলে। আজ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক এরা জানে না। জেল কাকে বলে কিছুটা অনুব্রত মণ্ডল জানেন। তিনি রাজনীতি করছেন করুন। জেলে যাওয়ার আগের ভাষা আর জেল থেকে বেরিয়ে আসার ভাষা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাৎ দেখি।”
এ প্রসঙ্গে পাল্টা তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আবার পাল্টা বলেন, “ওঁকে আগে প্রমাণ দিতে বলুন। ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে বিবৃতির লড়াইয়ে। প্রথম কথা অভিযোগ ভিত্তিহীন। দ্বিতীয়ত, কেউ অভিযোগ করল অমুকের সঙ্গে অমুকের কথা হয়েছে। সেটা বিস্ফোরক বলে চালিয়ে দেবেন? জিজ্ঞাসা করবেন না ঠিক না ভুল?”
Post A Comment:
0 comments so far,add yours