দেশের সর্বাধিক ব্যবহৃত যোগাযোগ মাধ্যমকেই পরিবেশবান্ধব করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু গতি? সেটার সঙ্গে তো আপোস করা চলবেই না।


আরও বাড়বে গতি! ভোল বদলে যাচ্ছে রেলের, বিরাট ঘোষণা কেন্দ্রের


ভারতীয় রেলের মুকুটে নতুন পালক। আরও দ্রুত ও গতিময় হয়ে উঠতে চলেছে এদেশে রেল ব্যবস্থা। এবার যে কোনও গন্তব্যেই পৌঁছনো যাবে কয়েক মিনিটেই, এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।


বৃহস্পতিবার তিনি জানান, হাইড্রোজেন জ্বালানি চালিত রেল ইঞ্জিন তৈরি করে ফেলেছে ভারত। যার জেরে আরও দ্রুত যে কোনও জায়গায় পৌঁছতে পারবেন যাত্রীরা। এমনকি, এই জ্বালানির জেরে আরও পরিবেশবান্ধব হয়ে উঠবে রেল পরিষেবা।

দেশের সর্বাধিক ব্যবহৃত যোগাযোগ মাধ্যমকেই পরিবেশবান্ধব করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু গতি? সেটার সঙ্গে তো আপোস করা চলবেই না। উল্টে সময়ের সঙ্গে আরও দ্রুত হতে হবে ভারতীয় রেল ব্যবস্থাকে। এই পরিস্থিতি হাতিয়ার একটিই। হাইড্রোজেন জ্বালানি।


২০২৩ ও ২৪ সালের বাজেটে ৩৫টি হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি করতে বাড়তি ২ হাজার ৮০০ কোটি টাকা ধার্য করেছিল কেন্দ্র সরকার। বছর ঘুরতেই অবশেষে মিলল সাফল্য। হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন তৈরি করে ফেলেছে ভারত, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় রেলমন্ত্রক।

কতটা গতি বাড়বে ট্রেনের?

রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিশ্বের মাত্র চারটি দেশে এই হাইড্রোজেন চালিত রেলের সুবিধা রয়েছে। অন্যান্য় দেশে হাইড্রোজেন চালিত ট্রেনগুলি ৫০০ থেকে ৬০০ হর্সপাওয়ারের হয়ে থাকে। কিন্তু, ভারতে এই হাইড্রোজেন ট্রেনগুলি ১২০০ হর্সপাওয়ারের কাছাকাছি চালনাশক্তি উৎপাদন করতে পারবে।

কবে থেকে লাইনে নামবে হাইড্রোজেন চালিত ট্রেন?

দিনক্ষণ প্রসঙ্গে বিশেষ কিছু না জানালেও, হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে এই বিশেষ প্রযুক্তি ট্রেনের ট্রায়াল রান করা হবে বলেই খবর রেলমন্ত্রক সূত্রে। এবং দিল্লির নর্দান ডিভিশন থেকে ট্রেন চালু করার সম্ভবনা রয়েছে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours