যেহেতু আমেরিকার সর্বোচ্চ নির্বাচনে জনগণের রায়ের ভিত্তি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ট্রাম্প। সেহেতু, কোনও রকম সাজা তাকে দেওয়া যাবে না, এমনটাই জানালেন ওয়াকিবহাল মহল।
হবে না জেল, জরিমানা! 'মুক্তির' মধ্যে দিয়েই পর্ন তারকাকে ঘুষ-কাণ্ডে সাজা পেলেন ট্রাম্প
এবারের মতো মিলল রেহাই। পর্ন তারকাকে মুখ বন্ধ করতে দেওয়া ঘুষের মামলায় বিনাশর্তে মুক্ত হলে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর দশ দিন পর আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন রিপাবলিকান নেতা। আর তার আগেই এই খবর ট্রাম্পের জন্য অনেকটা স্বস্তির বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
‘অনাধিকার প্রবেশ না করে এই মামলায় যে সর্বোচ্চ যে সাজা দেওয়া যেতে পারে সেটি হল বিনাশর্তে মুক্তি’, ট্রাম্পের ঘুষ মামলায় রায় ঘোষণার সময় এমনটাই বললেন বিচারক জুয়ান মার্চেন।
যেহেতু আমেরিকার সর্বোচ্চ নির্বাচনে জনগণের রায়ের ভিত্তি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ট্রাম্প। সেহেতু, কোনও রকম সাজা তাকে দেওয়া যাবে না, এমনটাই জানালেন ওয়াকিবহাল মহল। এক কথায় রাষ্ট্রপতি হওয়ার সুবাদে ঘুষ মামলায় ‘দোষী’ হয়েও মুক্তি পেলেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি।
এদিন বিচারক মার্চেন আরও বলেন, ‘এই দেশের জনগণই পুনরায় ট্রাম্পকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছেন। যার জেরে এই আদালতের দায়িত্ব ঘুষ মামলায় যথাযথ রায়দান। কিন্তু প্রেসিডেন্টের প্রতিষ্ঠান ও ফেডারেল সরকারের কার্যক্রম অনুযায়ী এই মামলায় সর্বোচ্চ সাজাই নিঃশর্ত মুক্তি।’
উল্লেখ্য, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় পর্ন তারকার স্টর্মির সঙ্গে হওয়া শারীরিক সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে, সেই পর্ন তারকাকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি, টাকা বিষয় গোপন রাখতেই নিজের ব্যবসায়িক সংস্থার জাল নথিও তৈরি করেছিলেন তিনি। সেই মামলাতেই চলছিল টানাপোড়েন। ২০২৩ সালে ট্রাম্পের বিরুদ্ধে গঠন হয়েছিল চার্জশিটও। সে বছরই গ্রেফতারও হন ট্রাম্প, তবে পরে জামিনও পান তিনি। এবার সেই মামলায় রায় শুনিয়ে দিল মার্কিন আদালত।
Post A Comment:
0 comments so far,add yours