পুলিশ দাদা , ও পুলিশ দাদা...' এই সংলাপ আজও ভোলার নয়। 'শত্রু' সিনেমার সেই বিখ্যাত সংলাপ। মাস্টার তাপুর রঞ্জিত মল্লিককে বলা সেই সংলাপ এখনও মনে রেখেছেন সিনেপ্রেমী বাঙালি।
এক দিকে যেমন ছিল ভরপুর অ্যাকশন, ড্রামা আবার অন্য দিকে ছিল কাহিনি। রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল -সহ এমন তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
'পুলিশ দাদা, ও পুলিশ দাদা...', শত্রু ছবি মাস্টার তাপু এখন কী করেন?
‘পুলিশ দাদা , ও পুলিশ দাদা…’ এই সংলাপ আজও ভোলার নয়। ‘শত্রু’ সিনেমার সেই বিখ্যাত সংলাপ। মাস্টার তাপুর রঞ্জিত মল্লিককে বলা সেই সংলাপ এখনও মনে রেখেছেন সিনেপ্রেমী বাঙালি। এক দিকে যেমন ছিল ভরপুর অ্যাকশন, ড্রামা আবার অন্য দিকে ছিল কাহিনি। রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল -সহ এমন তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এত জন সিনিয়র অভিনেতাদের মধ্য়ে নিজের এক আলাদা জায়গা করেছিল মাস্টার তাপুর অভিনয়। অনাথ শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সে সময় একাধিক বাংলা ছবিতে দেখা যেত তাঁকে। সেই সব ছবিই প্রায় হিট। এত গুলো বছর হয়ে গেল সেই মাস্টার তাপুকে আর পর্দায় দেখা যায় না। অনেক দিন হল অভিনয় জগত্ থেকে দূরে তিনি। কোথায় হারিয়ে গেলেন অভিনেতা?
ভাসা ভাসা চোখ। মাথা ভর্তি চুল। ছিপছিপে চেহারা। এখনও তাঁর সেই ছোটবেলার ছবিই দর্শকের এখনও মনে গেঁথে। আধো আধো ভাষায় তার কথা দর্শকের বেশ নজর কেড়েছিল। সেই ছোট্ট মাস্টার তাপু স্বাভাবিক ভাবেই এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। শোনা যায় কলকাতার এক নামী কলেজের অধ্যাপক তিনি। বাইপাসের কাছে নাকি থাকেন তিনি। স্টুডিয়োপাড়ার সঙ্গে যোগাযোগ রাখতে নাকি খুব একটা আগ্রহী নন তিনি। তাই সে ভাবে কারও সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।
Post A Comment:
0 comments so far,add yours