সিডনি টেস্টে চোট পেয়েছিলে। তাতেই বাড়ছে আশঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন কিনা, তা নিয়ে কিছুটা হলেও সংশয় থাকছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে যে খেলছেন না বুমরা, তা নিশ্চিত।



চোট বাড়াচ্ছে চিন্তা, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন বুমরা?


পুরনো চোটই কি আবার ফিরে এল? ২০২৩ সালে নিউজিল্যান্ডে গিয়েছিলেন পিঠের অস্ত্রোপচার করাতে। ডাঃ রোয়ান স্কটেনের কাছে অপারেশনের পর সুস্থ হয়ে উঠেছিলেন ভারতীয় ক্রিকেটার। কিন্তু অস্ট্রেলিয়া সফরের সময় আবার চোট পেয়েছেন পুরনো জায়গায়। তাই সেই অর্থোপেডিক সার্জেন ডাঃ রোয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন জসপ্রীত বুমরা। আর তাতেই বাড়ছে আশঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন কিনা, তা নিয়ে কিছুটা হলেও সংশয় থাকছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে যে খেলছেন না বুমরা, তা নিশ্চিত।


ডাঃ রোয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বোর্ডও। বুমরার চোটের ধরন সম্পর্কে তিনি ওয়াকিবহাল। তাই চোটের চিকিৎসা করতে অসুবিধা হবে না। কিন্তু চোটের বহর কতটা, তা অবশ্য জানা যায়নি। যোগাযোগ করলেও নিউজিল্যান্ড গিয়ে চিকিৎসা করানোর ব্যাপার নেই। আর তাতেই আশা করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে উঠবেন বুমরা। ১২ জানুয়ারির মধ্যে টিম ঘোষণা করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। যা জানা যাচ্ছে, বুমরাকে রেখেই টিম ঘোষণা করা হবে। তবে বুমরার চোটের ব্যাপারটাও জানিয়ে রাখা হবে। যাতে পরিবর্ত পেতে অসুবিধা না হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours