ফর্মে ফিরতে মরিয়া শুভমন গিল। বোর্ডের নানা ভাবনায় চাপ বাড়ছে ক্রিকেটারদের উপরও। রঞ্জি ট্রফিতে ফিরতে দেখা যেতে পারে একঝাঁক তারকা ক্রিকেটারকে। যেমন শুভমন গিলই সিদ্ধান্ত নিয়েছেন, রঞ্জির পরের রাউন্ডের ম্যাচে খেলবেন।

খেলবেন শুভমন; রঞ্জিতে বিরাট কোহলিরও খেলা উচিত, মত রোহনের



অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে ভালো পারফর্ম করতে পারেননি। চোটের জন্য অবশ্য প্রথম টেস্টে খেলতে পারেননি। এরপর বক্সিং ডে টেস্টে বাদও পড়েন। ঘরের মাঠে দুর্দান্ত খেলেছেন। এশিয়ার বাইরে শুভমন গিলের পারফরম্যান্স খুবই হতাশার। ফর্মে ফিরতে মরিয়া শুভমন গিল। বোর্ডের নানা ভাবনায় চাপ বাড়ছে ক্রিকেটারদের উপরও। রঞ্জি ট্রফিতে ফিরতে দেখা যেতে পারে একঝাঁক তারকা ক্রিকেটারকে। যেমন শুভমন গিলই সিদ্ধান্ত নিয়েছেন, রঞ্জির পরের রাউন্ডের ম্যাচে খেলবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে নেই শুভমন। একই ভাবে বিরাট কোহলি, ঋষভ পন্থদেরও খেলা উচিত এমনটাই মত দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট রোহন জেটলির।


টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিও। রঞ্জি ট্রফি এ বার দুটি পর্বে। ২৩ জানুয়ারি থেকে ষষ্ঠ রাউন্ডের ম্যাচ শুরু। পঞ্জাব ক্রিকেট সংস্থাকে খেলার বিষয়ে জানিয়ে দিয়েছেন শুভমন গিল। যদিও স্কোয়াড এখনও ঘোষণা হয়নি। শুভমন খেললে সুযোগ ওয়াসিম জাফরের সঙ্গে কাজ করার। রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বাধিক রান স্কোরার জাফরের থেকে শেখার সুযোগ পাবেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours