আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজক পাকিস্তান। ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এ বার কি পাক ক্রিকেট বোর্ডের টনক নড়বে? যা পরিস্থিতি তাতে ক্রিকেট মহলে এই নিয়েই আলোচনা হচ্ছে।


পিসিবিকে চরম বার্তা আইসিসির! সময়মতো কাজ শেষ না হলে...
পিসিবিকে চরম বার্তা আইসিসির! সময়মতো কাজ শেষ না হলে...


এ বার কি পাক ক্রিকেট বোর্ডের টনক নড়বে? যা পরিস্থিতি তাতে ক্রিকেট মহলে এই নিয়েই আলোচনা হচ্ছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজক পাকিস্তান। ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তার আগে প্রবল চাপে পিসিবি। সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান অবশ্য এখনও মানতে নারাজ যে তাঁরা সমস্যায় রয়েছেন। কিন্তু সত্যিই সমস্যা বড়। কারণ, পাকিস্তানের যে তিন ভেনুতে হবে টুর্নামেন্ট তার মধ্যে একটিরও সংস্কারের কাজ পুরো হয়নি। এ বার যে কারণে স্টেডিয়ামের কাজ নিয়ে পিসিবিকে ‘হুঁশিয়ারি’ দিচ্ছে আইসিসি।


চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে ৪৪ দিন বাকি রয়েছে। তবে আইসিসি পিসিবিকে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করার জন্য ডেডলাইন দিয়েছে ২৫ জানুয়ারি। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাজ দেখতে গিয়েছিলেন। পিসিবির এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে স্টেডিয়াম সংস্কারের কাজ সময়মতো শেষ হবে বলছেন মহসিন নকভি। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিয়োতে দেখা গিয়েছে মাঠ, গ্যালারি, ক্লাব হাউস, ড্রেসিংরুম কোনও কিছুই ঠিকমতো তৈরি নয়।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours