এবার সেই 'বিষাক্ত' স্যালাইন-কাণ্ড ঘিরে প্রতিবাদে বাম-কংগ্রেস। এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে দফায় দফায় প্রতিবাদ-বিক্ষোভ চালাল বামেদের ছাত্র শিবির এসএফআই।


হাসপাতালে কীভাবে আসছে 'বিষাক্ত' স্যালাইন? প্রসূতি মৃত্যুতে সুর চড়িয়ে প্রতিবাদে বাম-কংগ্রেস
মেদিনীপুর মেডিক্যালে বিক্ষোভে এসএফআই



মেদিনীপুর: বেলাইনে চলল স্যালাইন। চিরঘুমে প্রসূতি। মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন ঘিরে বিপত্তি। ‘বিষাক্ত’ স্যালাইনের জেরে গতকাল মৃত্যু হয়েছে এক প্রসূতির। অসুস্থ আরও চার।


এবার সেই ‘বিষাক্ত’ স্যালাইন-কাণ্ড ঘিরে প্রতিবাদে বাম-কংগ্রেস। এদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে দফায় দফায় প্রতিবাদ-বিক্ষোভ চালাল বামেদের ছাত্র শিবির এসএফআই। বিক্ষোভে সঙ্গ দিয়েছে ডিওয়াইএফআইও।

প্রসূতি মৃত্যুর ঘটনা ঘিরে তুলকালাম মেদিনীপুর। এই ঘটনায় তড়িঘড়ি একটি তদন্ত কমিটি তৈরি করেছে স্বাস্থ্যভবন। এদিন সেই তদন্ত-অনুসন্ধানের জন্য মেদিনীপুর মেডিক্যালে গিয়েছিল স্বাস্থ্যভবনের একটি বিশেষ টিম। তখনই আন্দোলনে বসে বামেদের ছাত্র পরিষদ। একই ইস্যুতে সুর চড়িয়ে পথে নেমেছে প্রদেশ কংগ্রেসও। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর দিকে তুলেছে অভিযোগের আঙুল। ‘বাতিল’ হওয়া স্যালাইন কীভাবে বাংলার হাসপাতালগুলিতে ব্যবহার হচ্ছে, সেই নিয়েও প্রশ্ন তোলেন তারা।

উল্লেখ্য, ‘বিষাক্ত’ স্যালাইনের জেরে প্রসূতির মৃত্যুর ঘটনায় আসরে নেমেছে চিকিৎসকদের একটি যৌথ মঞ্চ। ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চেয়ে সাত দফা দাবি জানিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স।

কী কী দাবি তাদের?

নিম্নমানের অভিযোগে অভিযুক্ত সবকটি স্যালাইনের বোতল ডিউটি নার্স, চিকিৎসক ও রোগীর পরিবার-পরিজনের সামনে বাজেয়াপ্ত করার পাশাপাশি এই প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি চায় চিকিৎসকদের এই যৌথ সংগঠন।

শুধু তা-ই নয়, অবিলম্বে পুলিশে অভিযোগ দায়ের করতে হবে। বিচারবিভাগীয় তদন্ত চালিয়ে দেখতে হবে সংস্থার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ থাকা সত্ত্বেও, কীভাবে বঙ্গে একাধিক হাসপাতালে এই স্যালাইন পৌঁছে যাচ্ছে। পাশাপাশি, গোটা রাজ্যজুড়ে সরকারি সরবরাহকারী চিকিৎসা সামগ্রীর গুণমানের অডিটের দাবি তুলেছে তারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours