১৬ অক্টোবর মুক্তি পাওয়া ইন্ডাস ব্যাটেল রয়ালে গেম ইতিমধ্যেই ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষ ডাউনলোড হয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে। রেজ এফেক্ট গেমেও প্রি-রেজিস্ট্রেশনের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার পার করেছে।


গেম খেলে আড়াই কোটি টাকা আয়ের সুযোগ! এখনও অনলাইন গেমিংয়ে নাক সিঁটকাবেন?
প্রতীকী চিত্র।

মোবাইল বা কম্পিউটারে গেম খেলা? আগে গেমিং-কে সময় নষ্ট হিসাবেই দেখত সবাই। তবে সময় বদলের সঙ্গে সঙ্গে অনলাইন গেমিং নিয়েও ধারণা বদলেছে। তৈরি হয়েছে গেমিং ইন্ডাস্ট্রি। ভারতের গেমিং ইন্ডাস্ট্রি এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের বিভিন্ন গেমিং কোম্পানিই এখন উচ্চ মানের, বড় বাজেটের গেম তৈরি করছে, যা আন্তর্জাতিক স্তরে অন্যান্য গেমগুলিকে টক্কর দিচ্ছে।


গত মাসেই দেশে দুটি হাই প্রোফাইল, হেভি বাজেট গেম লঞ্চ করা হয়েছে। ইন্ডাস ব্যাটেল রয়ালে এবং রেজ এফেক্ট: মোবাইল। ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ইন্ডাস ব্যাটেল রয়ালে গেম ইতিমধ্যেই ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষ ডাউনলোড হয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে। রেজ এফেক্ট গেমেও প্রি-রেজিস্ট্রেশনের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার পার করেছে।

এই বিষয়ে ইন্ডাস ব্যাটেল রয়ালে গেমের প্রতিষ্ঠাতা, পুণের গেম ডেভেলপার সুপার গেমিংয়ের সিইও তথা রবি জন বলেন, “ভারতীয় সংস্থা হিসাবে আমরা গর্বিত যে আমাদের গেম দেশের ব্যবহারকারীদের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও প্রতিযোগীতা করছে। আমরা এক বছরের ই-স্পোর্টস টুর্নামেন্টেরও আয়োজন করেছি, যার পুরস্কার মূল্য ২.৫ কোটি টাকা। এর মাধ্যমে দেশের উদীয়মান গেমিং প্রতিভাদের তাদের দক্ষতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হচ্ছে। ”


আগামী বছর মুক্তি পেতে চলেছে মেড ইন ইন্ডিয়া ফার্স্ট পার্সন শুটার গেম, ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস (FAU-G)। ডট৯ গেমসের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও দীপক আলি বলেন, “ভারতীয় সিনেমা যেমন সাংস্কৃতিক ক্ষেত্রে সফট পাওয়ার হিসাবে কাজ করছে, তেমনই ভারতীয় গেমসও সেই উচ্চতায় উঠে আসছে। সরকারও এতে উৎসাহ জোগাচ্ছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours