শোরুম থেকে বেরিয়ে দু’জনেই সদ্য কেনা গাড়িতে উঠে পড়েন। স্ত্রীকে পাশে বসিয়ে নতুন গাড়ির স্টার্ট দেন শ্রীরাম। চারপাশে উপস্থিত সবাইকে 'বাই' বলে তাঁরা গাড়ি চালিয়ে রওনা হন।
দামি উপহার, বছর শুরুতে মাধুরীকে খুশি করতে ৬ কোটি খরচ করলেন কে?
নতুন বছরে মাধুরী দীক্ষিতকে চমকে দিলেন তাঁর স্বামী। বউকে খুশি করতে এবং তাঁর মুখে হাসি ফোটাতে, বলিউডের সুপারস্টার মাধুরী দীক্ষিতকে শ্রীরাম নেনে উপহারে দিলেন বিলাসবহুল গাড়ি, ফারারি 296 GTS Rosso Corsa। গাড়িটির দাম প্রায় ৬.২৪ কোটি টাকা।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে মাধুরী এবং শ্রীরামকে একসঙ্গে শোরুম থেকে বেরতে। মাধুরীর পরণে ছিল একটি কালো পোশাক আর শ্রীরাম সাদা শার্ট ও কালো ব্লেজার পড়ে ছিলেন। শোরুম থেকে বেরিয়ে দু’জনেই সদ্য কেনা গাড়িতে উঠে পড়েন। স্ত্রীকে পাশে বসিয়ে নতুন গাড়ির স্টার্ট দেন শ্রীরাম। চারপাশে উপস্থিত সবাইকে ‘বাই’ বলে তাঁরা গাড়ি চালিয়ে রওনা হন।
মাধুরীর নতুন গাড়ি ফারারি 296 GTS Rosso Corsa নয়া মডেল, যার ইঞ্জিন ২৯৯২ সিসি। গাড়িটি ১৪টি ভিন্ন রঙে পাওয়া যায়, যার মধ্যে লাল রঙটি বিশেষ আকর্ষণীয়। উল্লেখ্য, মাধুরীর কাছে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে, যেমন Mercedes-
Porsche 911 Turbo S। প্রতিটি গাড়ির মূল্য কয়েক কোটি টাকার।
অভিনয় নিয়ে এখন ব্যস্ত মাধুরী। গত বছর আনিস বাজমি পরিচালিত ‘ভুলভুলাইয়া ৩’-এ বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানি এবং তাবুর সঙ্গে অভিনয়ে ঝড় তুলেছিলেন। এখন দেখার নয়া বছরে তিনি কোন চমক আনতে চলেছেন!
Post A Comment:
0 comments so far,add yours