রক্তে ভাসা মেঝেতে পড়ে মা-বাবার দেহ, বক্স খাটের ভিতরে ৩ শিশুর দেহ! নারকীয় খুনের রহস্য উদ্ধারেই চুল ছিড়ছে পুলিশ


জানা গিয়েছে, মৃত পাঁচজন হলেন স্বামী-স্ত্রী ও তাঁদের তিন কন্যা। তিনজনেরই বয়স ১০ বছরের নীচে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির দেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল। সেখানেই তিন কন্যার দেহ বক্স খাটের ভিতরে ভরা ছিল।
রক্তে ভাসা মেঝেতে পড়ে মা-বাবার দেহ, বক্স খাটের ভিতরে ৩ শিশুর দেহ! নারকীয় খুনের রহস্য উদ্ধারেই চুল ছিড়ছে পুলিশ
ঘটনাস্থলে পুলিশ।

বন্ধ বাড়ি। ভিতরে পড়ে পাঁচ-পাঁচটি মৃতদেহ। তাও আবার তিন শিশুর দেহ ঢোকানো বক্স খাটের ভিতরে! রহস্যজনকভাবে একই পরিবারের পাঁচজনের দেহ উদ্ধার হল মিরাটের লিসারি গেট এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একসঙ্গে পাঁচজনের রহস্যমৃত্যুকে ঘিরে সন্দেহের দানা বেঁধেছে।

জানা গিয়েছে, মৃত পাঁচজন হলেন স্বামী-স্ত্রী ও তাঁদের তিন কন্যা। তিনজনেরই বয়স ১০ বছরের নীচে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির দেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল। সেখানেই তিন কন্যার দেহ বক্স খাটের ভিতরে ভরা ছিল।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদের সকলেরই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলেই অনুমান। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি খুন বলেই মনে হচ্ছে। পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হতে পারে।

বুধবার থেকে ওই পরিবারের কাউকে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। ডেকে সাড়াশব্দ না পেয়েই প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে দরজা ভিতর থেকে লক করা। ছাদ দিয়ে ঘরে ঢুকতেই শিউরে ওঠেন তারা। দেখতে পান, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দুইজনের দেহ। খাটের ভিতর থেকে তিন শিশুর দেহ উদ্ধার হয়। এদের মধ্যে বয়সে সবথেকে ছোট যে ছিল, সেই শিশুটির দেহ বস্তায় ভরা ছিল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours