গ্রামে বিয়ে মানেই নাকি উঠছে মদের ফোয়ারা। পাশাপাশি, উচ্চ স্বরে বাজছে ডিজে গান। আর এই বিষয়টিকেই বন্ধ করতে ও গ্রামের মানুষের অকারণ ব্যয়ে বাঁধ দিতে এই সিদ্ধান্ত বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কউরের।

বিয়ে করলেই মিলবে নগদ ২১ হাজার! মানতে হবে শুধু এই একটিই শর্ত
প্রতীকী ছবি

বিয়ে করলেই পেয়ে যাবেন নগদ ২১ হাজার টাকা। তবে মানতে হবে এই বিশেষ শর্ত। বিয়েবাড়িতে বাজানো যাবে না ডিজে, খাওয়া যাবে না মদ। এই শর্ত মানলেই পেয়ে যাবে নগদ ২১ হাজার টাকা। ঘোষণা করল এক গ্রাম প্রধান। নিজের বিয়েতে নতুন যুগের এই দুই চিরাচরিত ব্যবস্থাকে থেকে বিরত থাকলেই মিলবে টাকা, দাবি পঞ্জাবের ভাটিন্ডা জেলার বাল্লো গ্রাম পঞ্চায়েতের। গ্রামের সাধারণ মানুষদের অযথা খরচ থেকে বিরত রাখতেই এই সিদ্ধান্ত পঞ্চায়েত প্রধানের।


গ্রামে বিয়ে মানেই নাকি উঠছে মদের ফোয়ারা। পাশাপাশি, উচ্চ স্বরে বাজছে ডিজে গান। আর এই বিষয়টিকেই বন্ধ করতে ও গ্রামের মানুষের অকারণ ব্যয়ে বাধ দিতে এই সিদ্ধান্ত বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কউরের।

এদিন তিনি বলেন, ‘আমি বরাবরই দেখেছি, যে সকল অনুষ্ঠানগুলিতে মদ ও ডিজে গানের ব্যবস্থা থাকে। সেখানেই বরাবর নানা অশান্তি ও অশালীন পরিস্থিতি তৈরি হয়। আর শুধু তা-ই নয়, তারস্বরে চলতে থাকা এই ডিজে গানের জন্য গ্রামের অন্যান্য মানুষদেরও সমস্যার মুখে পড়তে হয়। সেই কারণেই গ্রামের পরিবেশকে শান্ত রাখতে ও অযথা ব্যয় থেকে মানুষকে বিরত রাখতেই এই ঘোষণা।’


পরিসংখ্যান বলছে, ভারতে একজন ব্যক্তি গড়ে ৫.৭ লিটার মদ পান করে থাকেন। ভারতের বিভিন্ন রাজ্যে গড় মদ পানের পরিসংখ্যান অনুযায়ী অনেকটাই এগিয়ে পঞ্জাব। আর রাজ্যের মতো বিরাট স্তরে মদ খাওয়া রুখতে না পারলেও, নিজের গ্রামের বদল সোচ্চার হয়েছেন অমরজিৎ।

শুধু তা-ই নয়, এই গ্রামটিতে ইতিমধ্যে একটি স্টেডিয়াম নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে তিনি। গ্রামের যুবক-যুবতীদের খেলাধুলা ও শরীরচর্চার সঙ্গে যুক্ত রাখতেই এই প্রচেষ্টা চালাচ্ছেন খোদ প্রধানের। রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন একটি চিঠিও। পাশাপাশি, গ্রামেই একটি বায়োগ্যাসের প্ল্যান্ট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া যে সকল কৃষক জৈব পদ্ধতিতে চাষবাস করবে, তাদের বিনামূল্যে বীজ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours