বিধানসভার ৬ নম্বর গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে বিধানসভা উদ্যানে থাকা দু’টি কামান। সেই কামানেই এবার রঙের পোচ পড়ছে। ভেঙেছে কামানের চাকা। সেগুলোও বদল হচ্ছে। ইতিমধ্যেই চাকা সারানোর কাজ শুরু হয়েছে।


বয়স প্রায় দু’শো বছর! হঠাৎ এখন কী হল? ব্রিটিশ আমলের জোড়া কামানই এখন বড় চিন্তা বিধানসভার
কী বলছেন স্পিকার?



কলকাতা: ইতিহাস বলছে বয়স বয়স হয়েছে প্রায় দু’শো বছর। সেই থেকেই একটানা দাঁড়িয়ে রয়েছে। এক সময় তাঁদের কম্পনে থরথর করে কাঁপত শত্রুরা। যদিও সে কাজে ইতি পড়েছে বহু কাল আগেই। তবে এখনও তারা অতন্দ্র প্রহরী। তবে সৌন্দর্যায়নের কারণেই মূলত তাঁদের ব্যবহার করে আসছে সরকার। কিন্তু, কালের নিয়মে গায়ে পড়েছে মরচে। তাতেই কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। 


বিধানসভার ৬ নম্বর গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে বিধানসভা উদ্যানে থাকা দু’টি কামান। সেই কামানেই এবার রঙের পোচ পড়ছে। ভেঙেছে কামানের চাকা। সেগুলোও বদল হচ্ছে। ইতিমধ্যেই চাকা সারানোর কাজ শুরু হয়েছে। পূর্ত দফতরের নির্দেশে রাহুল মণ্ডল আর শেখ আরিফ এই মেরামত কাজ করছেন। চাকার সঙ্গে অন্য অংশেরও কাজ করছেন তাঁরা।

এগুলি ১৮৩৫ সালের কামান বলে বিধানসভা সূত্রে খবর। দু’টি কামানই ফোর্ট উইলিয়াম থেকে আনা হয়েছিল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন, রোদে-জলে ভেঙে যাচ্ছিল চাকাগুলি। সেগুলোই ঠিক করা হচ্ছে। ইতিহাস-ঐতিহ্য বাঁচাতেই এই উদ্য়োগ। তাঁর কথায়, বিধানসভার বিভিন্ন জায়গায় ইতিহাসের বিভিন্ন অধ্যায় রয়েছে। সেগুলিকে সংরক্ষণ করে বর্তমান সময় বা ভাবী প্রজন্মের সামনে তুলে ধরাই আমাদের কাজ। সেই কাজই চলছে আমাদের। আমরা সব ঐতিহ্য রক্ষার কাজ করছি। পুরোনো বেশ কিছু বিষয়কে রক্ষা করতে হয়। সেই কাজই হচ্ছে।” 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours