তিলোত্তমা কাণ্ডের পরেই এই স্টেট গ্রিভান্স সেল তৈরি করা হয়েছিল। যার চেয়ারম্যান হয়েছিল ডক্টর সৌরভ দত্ত। এই সেলে থাকা সদস্যদের বক্তব্য, গত কয়েকমাসে তাঁরা অনেক অভিযোগ পেয়েছেন। 


সেগুলি শুনে তাঁদের মনে হয়েছে জুনিয়র, সিনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একবার সাক্ষাতের প্রয়োজন রয়েছে।


অভিষেকের পর চিকিৎসকদের মুখোমুখি মমতা, ফেব্রুয়ারিতেই হতে চলেছে বড় বৈঠক
মমতা বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর চিকিৎসকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতালের পাশাপশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরাও থাকবেন বৈঠকে। থাকবেন চিকিৎসক পড়ুয়ারাও। ধনধান্য অডিটোরিয়ামে ২৪ ফেব্রুয়ারি এই বৈঠক। স্টেট গ্রিভান্স সেলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী প্রস্তাব গ্রহণ করেছেন। তারপরই হতে চলেছে এই বৈঠক। 


প্রসঙ্গত, তিলোত্তমা কাণ্ডের পরেই এই স্টেট গ্রিভান্স সেল তৈরি করা হয়েছিল। যার চেয়ারম্যান হয়েছিল ডক্টর সৌরভ দত্ত। এই সেলে থাকা সদস্যদের বক্তব্য, গত কয়েকমাসে তাঁরা অনেক অভিযোগ পেয়েছেন। সেগুলি শুনে তাঁদের মনে হয়েছে জুনিয়র, সিনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একবার সাক্ষাতের প্রয়োজন রয়েছে। সকলের কথা শোনার প্রয়োজনীয়তা রয়েছে। সে কারণেই তাঁরা এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রাখেন। মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেছেন। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours