কাঁথি কোপারেটিভ ব্যাঙ্ক নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় কার্যত আড়াআড়ি ভাগ তৃণমূলের দুই শিবিরে। সোমবারই দুই শিবিরের অশান্তির ছবি ধরা পড়েছিল মনোনয়ন তোলাকে ঘিরে। প্রার্থীদের উদ্দেশ্য করে ওঠে 'চোর চোর' স্লোগান ওঠে।



দলেরই লোকজন বললেন 'ওই চোর...', পাল্টা অখিলের হুমকি, 'বম্ব চার্জ করব...৫ মিনিটে খতম করে দেব'
অখিল গিরি হুমকি



কাঁথি: মহিলা বন আধিকারিককে হুমকি দিয়ে খুইয়ে ছিলেন মন্ত্রীত্ব। এবার আবারও হুমকি দিয়ে জড়ালেন বিতর্কে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। ভরা রাস্তায় তৃণমূলের বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের উদ্দেশ্যে তিনি বলছেন, “বম্ব চার্জ করে দেব।”


কেন বললেন অখিল? কী নিয়ে ঘটনার সূত্রপাত?

কাঁথি কোপারেটিভ ব্যাঙ্ক নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় কার্যত আড়াআড়ি ভাগ তৃণমূলের দুই শিবিরে। সোমবারই দুই শিবিরের অশান্তির ছবি ধরা পড়েছিল মনোনয়ন তোলাকে ঘিরে। প্রার্থীদের উদ্দেশ্য করে ওঠে ‘চোর চোর’ স্লোগান ওঠে। এরপর মঙ্গলবার সেই উত্তাপ আরও একধাপ বাড়ে। কন্টাই কোপারেটিভ ব্যাঙ্কের মনোনয়ন জমার প্রস্তুতি ঘিরে দুই পক্ষ উত্তম বারিক ও অখিল গিরি গোষ্ঠীর মধ্যে বচসা ছড়ায়। অভিযোগ, অখিল গিরিকে কটূক্তি ও গালিগালাজ করে উত্তমের অনুগামীরা। পাল্টা অখিলকে বলতে শোনা যায়, “বম্ব চার্জ করব…পাঁচ মিনিটে বুঝিয়ে দেব…পাঁচ মিনিটে খতম করে দেব…বুঝবে মজা।”

এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এটা নতুন নয়। তৃণমূল মানেই বম্ব-বন্দুক-ভোট লুট। এটা নতুন কিছু নয়। এইসব হতেই থাকবে। এই কারণে হিন্দু বাঙালি ঠিক করেছে ২০২৬-এ বিজেপি আসবে।” এ প্রসঙ্গে জেলার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় কার্যত গোল-গোল উত্তর দিয়েছেন। এই নিয়ে কোনও কথাই বলেননি। শুধু বলেন, “কাকে উদ্দেশ্য করে কে কী বলেছে আমি জানি না। আমি তো দেখেছি উভয়ই একে অপরকে কোলাকুলি করেছে। তাই এই নিয়ে আর কোনও কিছু বলব না।”




Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours