রিপোর্ট বলছে, মিউচুয়াল ফান্ডে আস্থা বেড়েছে মানুষের। বাড়তি রিটার্ন পাওয়ার সম্ভাবনা, বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার বাজারের চেয়ে ঝুঁকি কম। সবমিলিয়ে বিনিয়োগ বাড়ছে মিউচুয়াল ফান্ডে। আর এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিযোগ বাড়ছে।
ছাড়িয়ে গেল স্থায়ী আমানতকে, মিউচুয়াল ফান্ডে কেন ভরসা বাড়ছে বিনিয়োগকারীদের?
প্রতীকী ছবি
সাধারণ মানুষ এখন আর শুধু ব্যাঙ্কে টাকা জমা রাখেন না। বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। আর সেই বিনিয়োগের ক্ষেত্রে ‘ভরসাস্থল’ হয়ে উঠছে মিউচুয়াল ফান্ড। আর বিনিযোগকারীরা বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানস (SIPs)-এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ স্থায়ী আমানত, ইক্যুইটিকে ছাড়িয়ে গিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে স্থায়ী আমানত(FD), রেকারিং ডিপোজিটের রিটার্নের উপর। একসময় স্থায়ী আমানত থেকে ভাল রিটার্নের আশা করতেন সাধারণ মানুষ। কিন্তু, মুদ্রাস্ফীতির জেরে সেই রিটার্ন পর্যাপ্ত নয় বলে মনে করছেন বিনিয়োগকারীরা। আবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রেপো রেট বাড়িয়েছে। সবমিলিয়ে স্থায়ী আমানত, রেকারিং ডিপোজিটে আগ্রহ কমছে বিনিয়োগকারীদের।
এই আর্থিক পরিস্থিতিতে মিউচুয়াল ফান্ডে আস্থা বেড়েছে মানুষের। বাড়তি রিটার্ন পাওয়ার সম্ভাবনা, বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার বাজারের চেয়ে ঝুঁকি কম। সবমিলিয়ে বিনিয়োগ বাড়ছে মিউচুয়াল ফান্ডে। আর এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিযোগ বাড়ছে।
Post A Comment:
0 comments so far,add yours