জানা গিয়েছে, শুক্রবার রাতে খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় কল্যাণী ঘোষের দরজায় মোহাম্মদ ইশান নামে এক তৃণমূলের কর্মী কাস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য যান।


 'রাতে কাপড় ছাড়ছি তখনই...', মহিলা পুরপ্রধানকেও 'ছাড়লেন' না TMC কর্মী
কল্যাণী ঘোষ, চেয়ারম্যান


বাড়ির নিচেই রয়েছে অফিস। সেই অফিসে প্রয়োজনীয় কাজ সারেন খড়গপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান কল্যাণী ঘোষ। শুক্রবারও তেমনই কাজ করছিলেন। রাত হয়ে যাওয়ায় অফিস বন্ধ করে বাড়ি যান তিনি। তবে কাস্ট সার্টিফিকেটে সই করানোর জন্য অফিসে হাজির এক তৃণমূল কর্মী। পুরপ্রধান বলেছিলেন পরে আসতে। ব্যাস তাতেই চড়ল রাগ। মহিলা পুরপ্রধানকে ছাড়লেন না তৃণমূল কর্মী। চলল হেনস্থা। এমনকী তাঁকে ধাক্কা মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষের সঙ্গে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় কল্যাণী ঘোষের দরজায় মোহাম্মদ ইশান নামে এক তৃণমূলের কর্মী কাস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য যান। কল্যাণীকে ফোন বলেন, “কাস্ট সার্টিফিকেটে সই করুন।” পুরোপ্রধান বলেন, “পরের দিন সকালে নিয়ে যেও।” অভিযোগ, এরপর হঠাৎই ফোনের মধ্যে মোহাম্মদ ঈশান নামে ওই তৃণমূল কর্মী গালিগালাজ করে পুরো প্রধানকে।

এমনকী পৌঁছে যান এরপর কল্যাণীর বাড়ি। চেয়ারম্যান বাড়ির দরজা খুললে তাঁকে ধাক্কা দেয় ওই তৃণমূল কর্মী। এলাকার লোকজন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। গতকাল রাতে পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন পুরোপ্রধান। চেয়ারম্যান কল্যাণী ঘোষ বলেন, “রাত তখন ১০টা ২৫ আমি অফিস বন্ধ করে ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করছি। নিচ থেকে ফোন করছে আপনি আসুন এক্ষুনি। সই করতে হবে। আমায় বলছে কাস্ট সার্টিফিকেটে সই করতে হবে। আমি বললাম এত তো দ্রুততা নেই। আমি মোবাইল রেখে কথা বলছি আর কাপড় পরছি। শুনতে পারছি ফোনে গালাগালি দিচ্ছে। এত জোরে জোরে গালিগালাজ করছে সেটা শুনে আশপাশের সকলে চলে এসেছে। আমি নিচে এসেছি আমায় ধাক্কা মারছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours