আরজি কর কাণ্ডের পর কয়েক মাস ধরে রাজপথে চলে বিক্ষোভ। মশাল হাতে রাত দখল করেন মহিলারা। সম্প্রতি সেই মামলায় সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাওয়ায় নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ। এরই মধ্যে বদলে গেল ক্রসিং-এর নাম।



ম্যাপ' থেকে মুছে দেওয়া হল 'ডোরিনা ক্রসিং', RG Kar-কাণ্ডে বড় সিদ্ধান্ত গুগলের
কলকাতার ডোরিনা ক্রসিং



 কলকাতার কয়েকটি উল্লেখযোগ্য জায়গার মধ্যে একটি হল ডোরিনা ক্রসিং। জনবহুল এসপ্লানেডের এই ক্রসিং পেরিয়ে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। অনেক আন্দোলন, মিছিলেরও সাক্ষী এই ডোরিনা ক্রসিং। এবার গুগল মানচিত্রে মুছে দেওয়া হল ডোরিনা ক্রসিং-এর নাম। গুগল ম্যাপে সার্চ করলে আর মিলবে না ডোরিনা ক্রসিং। চিকিৎসকদের অনুরোধে এই সিদ্ধান্ত নিল গুগল।


আন্দোলনকারী চিকিৎসকেরা চেয়েছিলেন, আরজি করের নির্যাতিতার নামে রাস্তা তথা ক্রসিং-এর নামকরণ করা হোক। যেহেতুু নির্যাতিতার নাম বদল করে তিলোত্তমা বা অভয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই সেই নামেই ক্রসিং-এর নাম বদল করার আবেদন জানান চিকিৎসকরা। গুগল সেই অনুরোধ মেনে বদলে দিয়েছে নাম।

গুগল সেই অনুরোধ গ্রহণ করার পর ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামে’র তরফে মুখ্যসচিব-মেয়রকে ইমেল করে জানানো হয়েছে বিষয়টি। বুধবার এ কথা জানিয়েছেন, WBDF-এর সদস্য চিকিৎসক প্রমোদরঞ্জন রায়। চিকিৎসকদের অনুরোধ মেনে নতুন নাম দেওয়া হয়েছে ‘অভয়া ক্রসিং’।


চিকিৎসক আরও জানান, তাঁরা অনুমান ছিল ডোরিনা কোনও মেমসাহেবের নাম ছিল। কলকাতার অনেক রাস্তার নামই সাহেবদের নামে, যে সব নামগুলো আস্তে আস্তে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তবে পরিবর্তীতে তিনি জানতে পারেন, এই ক্রসিং-এর কাছে একটি বস্ত্র বিপণী ছিল। তার নাম ‘মা ডোরিনা’ (Ma DORINA)। আর সেই দোকানের বোর্ডে একটি নিয়ন আলো জ্বলত, যা অনেক দূর থেকে দেখা যেত। সেই দোকানের নামেই ওই ক্রসিং-এর নামকরণ হয়। বর্তমানে ওই বিপণী আর নেই। কিন্তু নামটি রয়ে গিয়েছে। তাই নাম বদল চান চিকিৎসকরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours