বিয়ের মূল অনুষ্ঠান হবে রাজস্থানের উদয়পুরে। গ্র্যান্ড সেরিমনি শুরু হবে ২০ ডিসেম্বর। রাজস্থানে পারিবারিক অনুষ্ঠানের পর হায়দরাবাদে। জানুয়ারিতে আবারও কোর্টে ফিরবেন, এমনটাই জানানো হয়েছে পিভি সিন্ধুর পরিবারের তরফে। জেনে নেওয়া যাক পিভি সিন্ধুর হবু স্বামী ভেঙ্কট দত্ত সাই সম্পর্কেও!



 কোর্টের বাইরে নতুন ইনিংসের পথে পিভি সিন্ধু, পাত্র 

কোর্টের বাইরে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম স্তম্ভ পিভি সিন্ধু। সদ্য সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরার খেতাব জিতেছেন। দীর্ঘ ২ বছরের বেশি সময় পর কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছিলেন পিভি সিন্ধু। এ বার বিবাহ বন্ধনের পথে। ভারতীয় ক্রীড়ার অন্যতম উজ্জ্বল মুখ পিভি সিন্ধুর বিয়ের ধুমধাম অনুষ্ঠান হতে চলেছে। তাঁর শহর হায়দরাবাদে বিশেষ অনুষ্ঠান। তবে বিয়ের মূল অনুষ্ঠান হবে রাজস্থানের উদয়পুরে। গ্র্যান্ড সেরিমনি শুরু হবে ২০ ডিসেম্বর। রাজস্থানে পারিবারিক অনুষ্ঠানের পর হায়দরাবাদে। জানুয়ারিতে আবারও কোর্টে ফিরবেন, এমনটাই জানানো হয়েছে পিভি সিন্ধুর পরিবারের তরফে। জেনে নেওয়া যাক পিভি সিন্ধুর হবু স্বামী ভেঙ্কট দত্ত সাই সম্পর্কেও!


ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি পিভি সিন্ধুর পরিচয় নতুন করে দেওয়ার হয়তো প্রয়োজন পড়ে না। আন্তর্জাতিক স্তরে একাধিক টুর্নামেন্ট জিতেছেন। তেমনই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের মঞ্চে জোড়া পদক। সিন্ধুর মন জিতেছেন ভেঙ্কট দত্ত সাই। তিনি হায়দরাবাদের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার ডিরেক্টর। ফিনান্স এবং তথ্য বিজ্ঞান, অ্যাসেট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ। লিবেরাল আর্টস অ্যান্ড সায়েন্স নিয়ে ডিপ্লোমা করেছেন। পরবর্তীতে অ্যাকাউন্টিং এবং ফিনান্সে বিবিএ। ক্রীড়া জগতের সঙ্গেও যোগ রয়েছে ভেঙ্কট সাই দত্তর।

জেসডব্লিউ দিয়ে কেরিয়ার শুরু হয়েছিল ভেঙ্কট দত্ত সাইয়ের। এরপর এই সংস্থা দিল্লি ক্যাপিটালস টিম কেনার পর তাও ম্যানেজ করেছেন ভেঙ্কট সাই। লিঙ্কডইন-এ লিখেছিলেন, ‘ফিনান্স ও ইকোনমিক্সে বিবিএ করার সঙ্গে একটা আইপিএল টিম ম্যানেজ করার অনুভূতির কোনও তুলনাই হয় না। তবে এটুকু বলতে পারি, দুটো থেকেই দারুণ অভিজ্ঞতা হয়েছে।’ বর্তমানে তিনি পসিডেক্স টেকনোলজিসে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন। সেখানে মার্কেটিং, হিউম্যান রিসোর্স এবং গ্লোবাল পার্টনারশিপের বিষয়টি দেখেন। তাঁর শিক্ষাগত, পেশা সবদিক থেকেই সিন্ধুর জন্য ‘ম্যাচ’ বলা যেতে পারে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours