মঙ্গলবার সকালে সল্টলেকের বিসি ব্লকের ৩৫ ও ৩৬ নম্বর আবাসনে তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ইডি-র আতস কাচের নীচে রয়েছে একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ


ডাক্তারিতেও কোটি কোটি টাকার দুর্নীতি! ফের শহরে ED-র তল্লাশি, এবার জড়াল স্বাস্থ্য ভবনের নাম
সল্টলেকের আবাসনে তল্লাশি


শিক্ষক নিয়োগ, পুর নিয়োগে চরম আর্থিক দুর্নীতির তদন্ত করতে বারবার ময়দানে নামতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। আর এবার শহরে ফের তল্লাশি। সাত সকালে সল্টলেকের একাধিক আবাসনে তল্লাশি শুরু করল ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, এবার মেডিক্যাল পরীক্ষা তথা ডাক্তারির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই দুর্নীতির অঙ্কও নাকি কোটি কোটি টাকা!

মঙ্গলবার সকালে সল্টলেকের বিসি ব্লকের ৩৫ ও ৩৬ নম্বর আবাসনে তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, কলকাতার এক বেসরকারি মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তির আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

এনআরআই কোটা-র ক্ষেত্রে এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার ক্ষেত্রে জাল নথি ব্যবহার করে ডাক্তার হয়েছেন অনেকে। এই অভিযোগ আগেই গিয়েছিল ইডি-র কাছে। তাই শিক্ষা, খাদ্য, পুর নিয়োগের পর এবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে হানা দিল ইডি। এনআরআই-দের জন্য সংরক্ষিত ডাক্তারি পড়ুয়ার আসন জালিয়াতি নিয়ে তদন্ত করছে এই সংস্থা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours