কোনও রকম উত্তেজনা পরিস্থিতি এড়াতে তৈরি হয়েছিল সেনাও। বাংলাদেশে ইস্যুতে যখন চাপানউতর চলছে, সেই সময় কুড়ি জন মহিলা বিএসএফ জওয়ান এসে পৌঁছলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাটুলীর ভাগীরথী ঘাটে।
তৈরি মহিলা BSF-এর টিম, জলপথে হাজির হলেন বাংলায়, কেন এলেন হঠাৎ?
বাংলায় কেন মহিলা বিএসএফ টিম?
বাংলাদেশের অন্তবর্তী পরিস্থিতি উত্তপ্ত। এ রাজ্যেও তার যথেষ্ঠ প্রভাব পড়েছে। এমনকী আগরতলা সীমান্তে এসে বিএনপি-র সদস্যরা লং মার্চ করেছে। কোনও রকম উত্তেজনা পরিস্থিতি এড়াতে তৈরি হয়েছিল সেনাও। বাংলাদেশে ইস্যুতে যখন চাপানউতর চলছে, সেই সময় কুড়ি জন মহিলা বিএসএফ জওয়ান এসে পৌঁছলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাটুলীর ভাগীরথী ঘাটে। তবে বাংলাদেশ ইস্য়ুতে নয়। অন্য কারণে তাঁরা এলেন এ রাজ্যে।
কেন এসেছেন মহিলা বিএসএফ?
আসলে মহিলা জওয়ানদের এই অভিযান উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হয়েছে। যা শেষ হবে গঙ্গাসাগরে। মহিলা স্বশক্তিকরণ ও স্বচ্ছ গঙ্গা মিশন প্রকল্পের প্রচারে জলপথে রাজ্যে-রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। নদী পথে বিভিন্ন এলাকায় কুড়ি জন মহিলা বিএসএফ বিষয়ে প্রচার চালাচ্ছেন।
শনিবার পূর্বস্থলীতে আসতেই তাঁদের স্বাগত জানান বিএসএফ সৈনিক এবং অফিসাররা। এলাকাবাসীও এলেন সেখানে। এ দিন পাটুলীর একটি মাঠে অস্থায়ী ক্যাম্প করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রীদের সঙ্গে কথা বলেন তাঁরা। পরবতী কর্মসূচি কালনা এলাকায় বলে জানানো হয় দলের পক্ষ থেকে। এ প্রসঙ্গে, বিএসএফ কনস্টেবল সুস্মিতা চৌধুরী বলেন, “এই যাত্রায় অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। এমনও হয়েছে রাত্রি আটটা-ন’টা পর্যন্ত চড়ে আটকে থেকেছি। সাপোর্টিং টিম এসে উদ্ধার হয়ে গিয়েছে।”
Post A Comment:
0 comments so far,add yours